শেষ আপডেট: 20th February 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: বছরখানেক ধরে কখনও ডিভোর্স জল্পনা, কখনও আবার ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর বৌদি শ্রীমা রাইয়ের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। যদিও ঐশ্বর্যা এ নিয়ে কিছু বলেননি, তবে ট্রোলিংয়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন শ্রীমা। সম্প্রতি ইউটিউবার মহসিনা আহমেদের সঙ্গে কথোপকথনে শ্রীমা জানান, গত নভেম্বর থেকে তাঁকে নিয়ে নানা আলোচনা চলছে। তিনি বলেন, 'আমি কিছু বোঝার আগেই বলিউডে নতুন গল্প বানিয়ে ফেলা হলো, যেখানে আমায় হঠাৎ নতুন চরিত্র হিসেবে দেখানো হল।'
এই বিষয়টিকে ধারাবাহিকের গল্পের মতো মনে হচ্ছে তাঁর। শ্রীমার কথায়, 'যেভাবে ধারাবাহিকে হঠাৎ নতুন চরিত্র আসে, সেভাবেই আমাকেও তুলে ধরা হচ্ছে।' একজন কন্টেন্ট রাইটার হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে চান শ্রীমা। তিনি বলেন, 'আমি চাই না, আমার পরিচিতি শুধুমাত্র আমার পরিবারের মাধ্যমে হোক।'
শ্রীমা রাইকে ‘ধূর্ত’ বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অযথা তুলনার বিরুদ্ধে সরব হয়ে শ্রীমা বলেন, 'কারও সঙ্গে অহেতুক তুলনা করা উচিত নয়। একজন নারীর জীবনযাত্রা আরেকজন নারীর মতো হতে পারে না।' সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই তাঁকে শুধু ‘ঐশ্বর্যার বৌদি’ হিসেবে পরিচিত করা হচ্ছে, যা নিয়ে তিনি বিরক্ত। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর নিজস্ব পরিচয় রয়েছে এবং তিনি সেই পরিচয়েই এগিয়ে যেতে চান।
ঐশ্বর্যার নাম না নিয়েও তিনি বুঝিয়ে দেন, এই ধরনের অপ্রয়োজনীয় আলোচনা ও সমালোচনা তিনি একেবারেই পছন্দ করছেন না। কন্টেন্ট রাইটার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলা শ্রীমা চান, মানুষ তাঁকে তাঁর কাজের জন্যই চিনুক, অন্য কারও সঙ্গে তুলনা করে নয়।