শেষ আপডেট: 26th March 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ব্যস্ত রাস্তা। আচমকাই সেখানে ঘটে গেল এক ঘটনা। দুর্ঘটনার মুখোমুখি খোদ ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই এক বাসের সঙ্গে পিছন থেকে ধাক্কা লাগে গাড়িটির। গাড়ির পিছনের অংশ তুবড়ে যায়। তবে বড় কোনও ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেই সময় গাড়ির ভিতরে ঐশ্বর্যা বা তাঁর পরিবারের কেউ ছিলেন না। ছিলেন চালক। গাড়িতে ধাক্কা লাগার পর বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। তবে গুরুতর কিছু না ঘটায় কিছু সময় পরেই গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক।
গাড়িটির নম্বর প্লেট '৫০৫০'। গত বছর দীপাবলীর সময় এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন বিশ্বসুন্দরী। ভক্তরা যদিও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাঁদের একটাই কথা, 'ভাগ্যিস অভিনেত্রী ছিলেন না গাড়িতে। নইলে বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল।"
এই মুহূর্তে বচ্চন পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিগত দেড় বছর ধরেই শোনা যাচ্ছে, কিছুই নাকি ঠিক নেই ঐশ্বর্যা ও অভিষেকের মধ্যে। অনন্ত অম্বানির বিয়েতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে সম্প্রতি পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়ে ছিল। সেখানেই হাজির অভিষেকের সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্যা। তাঁদের একসঙ্গে দেখে বিচ্ছেদের গুঞ্জন কিছুটা শান্ত হয়।