শেষ আপডেট: 6th December 2023 18:19
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ জল্পনা দূরে ঠেলে মঙ্গলবার রাতে বচ্চন পরিবারের সঙ্গে হাসিখুশি মেজাজে ধরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মঙ্গলবার 'দ্য আর্চিস' ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তাঁরা। এই ছবিতে ডেবিউ করেছেন অমিতাভ বচ্চনের নাতি, অর্থাৎ শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগ্যস্ত নন্দা। সেই উপলক্ষে সপরিবারে হাজির হয়েছিলেন প্রিমিয়ার নাইটে। আর সেখানে গিয়ে ভাগ্নে অগ্যস্তকে নিয়ে ঠাট্টা করলেন মামি ঐশ্বর্য।
প্রিমিয়ার উপলক্ষে অগ্যস্ত পরিবার নিয়ে সেখানে হাজির হতেই তাঁকে ঘিরে ধরেন ফটোশিকারিদের দল। একটার পর একটা ছবি তুলতে থাকেন। এদিকে ভিতরে সিনেমা তখন শুরু হওয়ার মুখে। অগ্যস্ত তাড়াহুড়ো সত্ত্বেও হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়ে যাচ্ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন মামি ঐশ্বর্য এবং মামা অভিষেক। এমন সময়েই পাশ থেকে ঐশ্বর্য বলেন, "অ্যাগি, এসবের সঙ্গে শিগগিরই অভ্যস্ত হয়ে যাও।"
উল্লেখ্য, 'দ্য আর্চিস' ছবি দিয়েই রুপোলি পর্দায় একসঙ্গে পা রাখছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা এবং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। মঙ্গলবার মুম্বইয়ে ছিল সে ছবির প্রিমিয়ার। বচ্চন ও খান পরিবার হাজির হয়েছিলেন সেখানে। আর সেই প্রিমিয়ারেই দেখা গেল চমক! বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার আশঙ্কা একলহমায় মুছে স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে সেখানে হাজির হলেন ঐশ্বর্য রাই বচ্চন।
সম্প্রতি অমিতাভ তাঁর মেয়ের নামে 'প্রতীক্ষা' লিখে দেওয়ায় জল্পনা ছড়িয়ে যায় যে, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর খুব শিগগিরই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। এমনকী সম্প্রতি অভিষেকের বাঁ হাতের অনামিকায় বিয়ের আংটি দেখা না যাওয়ায় সেই জল্পনা আরও দানা বাঁধে। কানাঘুষো শোনা যেতে শুরু করে, ঐশ্বর্য নাকি শ্বশুরবাড়ি ছেড়ে তাঁর মায়ের কাছে গিয়ে থাকছেন। দু'জনের ডিভোর্স এখন শুধু সময়ের অপেক্ষা।
সেই ভাঙনের জল্পনার মধ্যে অগ্যস্ত নন্দার প্রথম ছবির প্রিমিয়ারে হাজির হলেন ঐশ্বর্য। রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাৎজিদের ফটোর আবদার হাসিমুখেই মেটালেন সবাই। যা দেখে এখন সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, তাহলে এতদিন ধরে যেসব খবর বাইরে রটল, সেসবই কি মিথ্যে! উত্তর যদিও অজানা। বলিউড আদতে এক মায়ানগরী। এখানে এমন অনেককিছুই ঘটে, যা সাধারণের কাছে কল্পনাতীত। বচ্চন পরিবারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই।