ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খান
শেষ আপডেট: 25th February 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও সলমন খানের (Salman Khan) সম্পর্ক নিয়ে বলিউডে (Bollywood) জল্পনার অন্ত নেই। সম্প্রতি গুঞ্জন উঠেছে, ১৯৯৯ সালে প্রেমের পরই নাকি তাঁরা গোপনে বিয়ে সেরেছিলেন। যদিও এতদিন এ বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে এবার আর চুপ করে থাকলেন না ঐশ্বর্যা। সবার সামনে আনলেন আসল তথ্য। কী বললেন বিশ্বসুন্দরী?
তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, 'যদি এমন কিছু ঘটত, তাহলে কি ইন্ডাস্ট্রির কেউ জানতে পারতেন না? এই তো কত ছোট একটা জগৎ! মায়ের অ্যাক্সিডেন্টের পর পর্যন্ত তাঁর পাশে থাকতে পারিনি, আর সত্যিই কি মনে হয় বিয়ের মতো এত বড় ব্যাপার লুকিয়ে রাখতাম?' তাঁর কথাতেই স্পষ্ট, এ ধরনের গুজবে তিনি একেবারেই বিরক্ত।
১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে সলমন-ঐশ্বর্যার প্রেমের সূত্রপাত। তারপর থেকেই বলিপাড়ায় চাউর হয় যে, তাঁরা নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন। এমনকি, কেউ কেউ দাবি করেছিলেন, ঐশ্বর্যা নাকি ধর্মান্তরিতও হয়েছেন। আরও শোনা গিয়েছিল, এক বিলাসবহুল বাংলোয় ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তবে সেই খবর কখনওই প্রকাশ্যে আসেনি।
ঐশ্বর্যার প্রতি যখন একটু একটু ভাললাগা তৈরি হয়, তখন সলমন সম্পর্কে ছিলেন সোমি আলির সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা। তিনি জানান, অনেক আগেই বুঝতে পেরেছিলেন, কিছু একটা বদলাচ্ছে। কারণ, হঠাৎ করেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জিমে আসতে শুরু করেছিলেন ঐশ্বর্যা। তখনই তাঁর মনে সন্দেহ জাগে, বুঝতে পারেন, তাঁদের সম্পর্কে তৃতীয় একজন ঢুকে পড়েছেন।