শেষ আপডেট: 9th November 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের টালমাটাল অবস্থা। ভাঙতে চলেছে তাঁদের সাধের সংসার। যদিও অভিষেক বা ঐশ্বর্যা, প্রকাশ্যে এখনও এই নিয়ে কেউই মুখ খোলেননি। বিভিন্ন জায়গায় তাঁদের দেখা পেলেই পাপারাৎজিরা একটাই প্রশ্ন করে বসছেন। তবে কি সত্যি হচ্ছে তাদের বিবাহ বিচ্ছেদ?
২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন। বলিপাড়ায় রটেছে তাঁদের ১৬ বছরের দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে জুনিয়র বচ্চনের ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্যে ফাটল, এমনটা শোনা যাচ্ছিল। তাঁরা বরাবরই বলে এসেছেন একে অপরের সঙ্গে সংসার করতে ভালোবাসেন। কিন্তু একটা সময়ের পর ঘটে ছন্দপতন। একের পর এক বিচ্ছেদের জল্পনায় জেরবার হতে দেখা যায় জুটিকে। যদিও নিজেদের ব্যক্তি সম্পর্ক নিয়ে কোনওদিন মুখ খুলতে পছন্দ করেন না তাঁরা।
সম্প্রতি খোদ বিবাহ বিচ্ছেদ জল্পনা প্রসঙ্গে অভিষেক জানিয়ে ছিলেন, তিনি যতক্ষণ আঙুলে আংটি পরে রয়েছেন, ততদিন এই সম্পর্ক অটুট। তবে সম্প্রতিতে তাঁর আঙুলের সেই আংটিও আর দেখা যায় না। যা নিয়ে শুরু হয়ে যায় নানা জল্পনা। এই জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে একটি ভিডিও।
সম্প্রতি একবার ছবির প্রচারে এসে কপিল শর্মা শোয়ে বিশ্বসুন্দরী জানিয়েছিলেন, তাঁদের মধ্যেও খুব সাধারণ জুটির মতোই অশান্তি হয়। যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই তা স্বাভাবিক। এটা শোনার সঙ্গে সঙ্গেই কপিল প্রশ্ন করেন, যে কোন অশান্তি মেটাতে প্রথমে কে ক্ষমা চান? যদিও উত্তরে কপিল বলতে চেয়েছিলেন অভিষেকের নাম। কিন্তু তাকে থামিয়ে দেন ঐশ্বর্যা।
অভিনেত্রী বলেন, 'আমি খুব একটা ঝামেলা পছন্দ করি না। তবে যখনই আমাদের মধ্যে কোন ঝামেলা হয়, প্রথমে আমিই সরি বলে ক্ষমা চেয়েনি। যদিও তার একটা বিশেষ কারণ রয়েছে। প্রথমত, আমি একটা জিনিস নিয়ে বেশিক্ষণ কথা বলতে পছন্দ করি না। আর দ্বিতীয়ত, অভিষেকের সঙ্গে বেশিক্ষণ কথা না বলে থাকতেও পারি না।'
তাছাড়া তিনি আরও বলেন, 'যেহেতু আমার অভিষেকের উপর রাগারাগি করতে ভাললাগে না, তাই আগেভাগেই সরি বলে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি সব সময় মনে করি, যে কোনও সমস্যা বাড়তে দেওয়ার আগে এটাকে মিটিয়ে নেওয়া খুব প্রয়োজন। ভবিষ্যতে যদি এমন কোনও দিন আসে, তবে আমি সেখানেও সবটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবো।'
ঐশ্বর্যার এই কথা শুনে অবাক হতে দেখা গিয়েছে কপিল শর্মাকে। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেন্দের প্রশ্ন, তবে কি আবারও সবটা ঠিক করে নিতে চাইছেন ঐশ্বর্যা? শুধুমাত্র অভিষেকের সংসারে মন না থাকায় বিচ্ছেদের পথে হাটতে চাইছেন তাঁরা? সোশ্যাল মিডিয়া খুললেই ভাইরাল এই ভিডিওর কমেন্ট বক্স ভরে যেতে দেখা যাচ্ছে এসব প্রশ্নে।