শেষ আপডেট: 5th January 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে বরাবরই আগলে রাখেন ঐশ্বর্যা রাই বচ্চন। বিদেশেও তাঁর সফরসঙ্গী আরাধ্যা। সেই আরাধ্যাকেই ধাক্কা! তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সত্যি সামনে আসতেই ঐশ্বর্যাকেই দুষছেন নেটিজেন। ঠিক কী ঘটেছে?
স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মুম্বই বিমানবন্দর থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ঐশ্বর্যা। পাপারাৎজিও হাজির ছিল সেখানে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ঐশ্বর্যা হাঁটছিলেন আগে আগে। পিছনে ছিল আরাধ্যা। আচমকাই সবাইকে চমকে দিয়ে এক লাফ দেয় সে। মায়ের আগে চলে আসে। খানিক হতচকিত হয়ে কী ঘটছে না বুঝতে পেরে আরাধ্যাকে ঐশ্বর্যা জিজ্ঞাসা করতে থাকেন, 'কেউ কি তোমায় ধাক্কা দিল?'। মেয়েকে কাছে টেনে নেন, রেগে যেতে দেখা যায় তাঁকে। আরাধ্যা সত্যিটা জানাতে খানিক আশ্বস্ত হন ঐশ্বর্যা।
এরপরেই নেটিজেনরা একহাত নিয়েছেন নায়িকাকে। তাঁদের মতে, 'প্রথমকেই কাউকে দোষী সাব্যস্ত করে দেওয়ার কী মানে? আরাধ্যা এখন বড় হয়েছে। অকারণে লাফ দেওয়ার কী দরকার?" অনেকেই আবার মনে করছেন, মেয়েকে একা না ছাড়ার কারণে 'মানসিক বিকাশ' হচ্ছে না আরাধ্যা, মায়ের উপর বড় বেশি নির্ভরশীল সে।
সমালোচনার মধ্যেও ভক্তদের পাশে পেয়েছে ঐশ্বর্যা। পাল্টা তাঁদের যুক্তি, 'মা হয়ে মেয়েকে আগলে রাখবেন সেটাই তো স্বাভাবিক। আরাধ্যা সবে ১৩। এত বড় নয় সে। আনন্দে হয়তো লাফ দিয়েছে। তাই নিয়েও এত আলোচনা?"
উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরেই রটনা অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি মেয়েকে নিয়ে মায়ের কাছে আলাদা থাকছেন তিনি। যদিও ২০২৪-এর শেষেই সবাইকে চমকে দিয়ে আরাধ্যা ঐশ্বর্যা ও অভিষেক ছুটি কাটাতে উড়ে যান বিদেশ। সেখান থেকে একসঙ্গে ফেরার পথেই ঘটেছে এই ঘটনা। যে ঘটনার ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।