বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন।
ঐশ্বর্যা রাই বচ্চন
শেষ আপডেট: 21 May 2025 00:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এ বছরও তাঁরা হাজির হয়েছেন লাল গালিচায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিমানবন্দরে তাঁদের পৌঁছনোর ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল কোট ও সাদা টপ পরে ঐশ্বর্যা হাঁটছেন আরাধ্যার সঙ্গে। এক ব্যক্তি তাঁদের স্বাগত জানান এবং আরাধ্যাকে একটি উপহার দেন। ঐশ্বর্যাও হাসিমুখে তাঁর সঙ্গে কথা বলেন। এ বছর মে মাসের ২১ ও ২২ তারিখে লোরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা। এই নিয়ে ২২তম বার তিনি কান উৎসবে রেড কার্পেটে হাঁটতে চলেছেন।
২০০২ সালে ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ের সময় প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বর্যা। সঙ্গে ছিলেন শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বনসালি। ঐশ্বর্যার হলুদ-সোনালি শাড়ি ও গয়নায় সেদিন নজর কেড়েছিলেন সকলে। এই বছর কান উৎসবে আরও একাধিক ভারতীয় তারকার উপস্থিতি রয়েছে। পরিচালক পায়েল কাপাডিয়া রয়েছেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে।
অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল এসেছেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির রিস্টোরড সংস্করণের স্ক্রিনিংয়ে। করণ জোহর ও নীরজ ঘায়ওয়ান তাঁদের ছবি ‘হোমবাউন্ড’ নিয়ে হাজির হয়েছেন। রয়েছেন জাহ্নবি কাপুর ও ইশান খট্টরও।