Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Aishwarya Rai Bachchan - Cannes Film Festival

কান উৎসবে হাঁটতে ফ্রান্স পৌঁছলেন ঐশ্বর্যা, সঙ্গে এবারেও আরাধ্যা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন। 

কান উৎসবে হাঁটতে ফ্রান্স পৌঁছলেন ঐশ্বর্যা, সঙ্গে এবারেও আরাধ্যা, মুহূর্তে ভাইরাল ভিডিও

ঐশ্বর্যা রাই বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 00:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এ বছরও তাঁরা হাজির হয়েছেন লাল গালিচায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিমানবন্দরে তাঁদের পৌঁছনোর ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, নীল কোট ও সাদা টপ পরে ঐশ্বর্যা হাঁটছেন আরাধ্যার সঙ্গে। এক ব্যক্তি তাঁদের স্বাগত জানান এবং আরাধ্যাকে একটি উপহার দেন। ঐশ্বর্যাও হাসিমুখে তাঁর সঙ্গে কথা বলেন। এ বছর মে মাসের ২১ ও ২২ তারিখে লোরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা। এই নিয়ে ২২তম বার তিনি কান উৎসবে রেড কার্পেটে হাঁটতে চলেছেন।

২০০২ সালে ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ের সময় প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বর্যা। সঙ্গে ছিলেন শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বনসালি। ঐশ্বর্যার হলুদ-সোনালি শাড়ি ও গয়নায় সেদিন নজর কেড়েছিলেন সকলে। এই বছর কান উৎসবে আরও একাধিক ভারতীয় তারকার উপস্থিতি রয়েছে। পরিচালক পায়েল কাপাডিয়া রয়েছেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে।


অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল এসেছেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির রিস্টোরড সংস্করণের স্ক্রিনিংয়ে। করণ জোহর ও নীরজ ঘায়ওয়ান তাঁদের ছবি ‘হোমবাউন্ড’ নিয়ে হাজির হয়েছেন। রয়েছেন জাহ্নবি কাপুর ও ইশান খট্টরও।


ভিডিও স্টোরি