শেষ আপডেট: 19th February 2025 15:34
দ্য ওয়াক ব্যুরো: অনেকেই ভেবে বসেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতেই নাকি মন ভেঙেছিল বাঙালি মেয়ে রানি মুখোপাধ্যায়ের। তাঁরা এও দাবি করেন বচ্চন পরিবারের বৌমা হওয়ার বেজায় শখ ছিল রানির। তা না হতে পারাতেই সম্পর্ক ক্রমশ আলগা হয়। তবে তা একেবারেই সত্যি নয়!
রানি ও ঐশ্বর্যার সম্পর্ক খারাপ হতে শুরু করে বহু দিন ধরেই। সালটা ওই ২০০২। সে সময় মুক্তি পেয়েছিল 'চলতে চলতে'। ছবিতে ছিলেন শাহরুখ ও রানি। তবে রানি কিন্তু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। ভাবা হয়েছিল ঐশ্বর্যাকেই। সেই মতো শুরু হয়ে যায় শুটিংও। তবে বেশ কিছু দিন শুটিং করার পর সরে আসে কার্যত বাধ্য হন অ্যাশ। কেন জানেন?
শোনা যায়, শাহরুখের সঙ্গে ঐশ্বর্যার রসায়ন নাকি ভালভাবে নেননি তাঁর সেই সময়ের প্রেমিক সলমন খান। সেটে গিয়ে শাহরুখ ও গোটা টিমের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল সলমনের। এতটাই বাড়াবাড়ি হয় যে, একসময়ে সেই ছবি থেকে সরে আসতে বাধ্য হন ঐশ্বর্যা। তাঁর জায়গায় নেওয়া হয় রানিকে।
রানি ও ঐশ্বর্যা ছিলেন বন্ধু। তাঁর ছেড়ে যাওয়া ছবি রানি করছেন জেনেই নাকি মন খারাপ হয় অভিনেত্রীর। রানির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি। সম্পর্ক খারাপ হওয়ার সূত্রপাত সেখানেই। এখানেই শেষ নয়, পরবর্তীকালে যখন অ্যাশ ও অভিষেক বিয়ে করেন তখন আমন্ত্রণ জানানো হয়নি রানিকে। বেশ কিছু বছর আগে ঐশ্বর্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে করণ জোহরের চ্যাট শোতে মুখ খুলেছিলেন রানি। তিনি বলেন, "আমার কিন্তু অ্যাশের সঙ্গে সমস্যা নেই। ওর থাকতে পারে। ওই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আশা রাখছি সামনাসামনি দেখা হলে সব মিটে যাবে।" এরপর বহুবার সামনাসামনি দেখা হিয়েছে তাঁদের। তবে সমস্যা মেটেনি। আজও দূরত্ব বজায় রেখে চলেন বলিউডের এই দুই সুন্দরী।