শেষ আপডেট: 6th December 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: বছর জুড়ে একটাই জল্পনা। ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই গুঞ্জন। ইতিমধ্যেই নাকি ডিভোর্সের পথে হাঁটতে চাইছেন তাঁরা। অনেক দিন হল শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বর্যা।
বলিউড সূত্রে খবর, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। মেয়েকে নিয়ে প্রায়ই পাপারাৎজিদের লেন্সবন্দি হন রাই সুন্দরী। কিন্তু, মা-মেয়ের সঙ্গে দেখা যায় না অভিষেককে। এদিকে জল্পনা, অভিষেক নাকি প্রেম করছেন অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে! এতেই নেটিজেনের চক্ষু চড়কগাছ। তবে এসব নিয়ে কখনওই কোনও মুখ খুলতে দেখা যায়নি ঐশ্বর্যা-অভিষেককে।
View this post on Instagram
এই জল্পনার মাঝেই একটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেল। এতে বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁদের অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। তাতে দেখা যাচ্ছে, সেই অনুষ্ঠানে গিয়েছেন ঐশ্বর্যা, অভিষেক, অভিনেত্রীর মা বৃন্দা এবং অনু রঞ্জন। তাঁদের সেই সেলফি দেখে উৎফুল্ল অধিকাংশ নেটিজেন। সেখানে দু'জনকেই কালো পোশাকে দেখা গিয়েছে। সঙ্গে বিশ্বসুন্দরীর ঠোঁটে গাঢ় লাল রঙ্গের লিপস্টিক।
এদিকে কয়েকদিন আগেই সব জল্পনা নিয়ে নিজের ব্লগ পোস্টে জবাব দিয়েছেন বিগ বি। সেখানেই তিনি জানিয়েছেন কেন তিনি তাঁর পরিবার নিয়ে বিশেষ কিছু বলেন না। পোস্টে জানান, যে গুজবগুলো রটে, সেগুলো সত্যি কি না, তা যাচাই না করেই কেন রটে যায়? আর এমন কিছু কেন ইন্টারনেটে ভাইরাল হবে, যা পাঠক পড়লে তাদের মনে সন্দেহ তৈরি হয়। ফলে সেসব বন্ধ করে দেওয়াই উচিত বলে জানিয়েছেন।