শেষ আপডেট: 6th December 2023 08:20
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় একসঙ্গে পা রাখছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা এবং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। মঙ্গলবার মুম্বইয়ে ছিল সে ছবির প্রিমিয়ার। বচ্চন ও খান পরিবার হাজির হয়েছিলেন সেই প্রিমিয়ারে। আর সেখানেই দেখা গেল চমক! বচ্চন পরিবারের সঙ্গেই সেখানে হাজির হলেন ঐশ্বর্য রাই বচ্চন। যেখানে এতদিন ধরে শাশুড়ি-ননদের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমশ খারাপের খবর শোনা যাচ্ছিল, মঙ্গলবার সন্ধেয় সেসব জল্পনা একলহমায় মুছে গেল। প্রিমিয়ার পার্টিতে ঢোকার আগে হাসিমুখে গোটা পরিবারের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন 'অ্যাশ'।
সম্পর্ক ভাঙার এই জল্পনার সূত্রপাত মাসখানেক আগে থেকে। নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে অমিতাভ বচ্চনের তোলা একটি ছবিকে কেটেকুটে পোস্ট করে জন্মদিনে বিগ বি'কে শুভেচ্ছা জানান ঐশ্বর্য। সে ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে শুধু দেখা গিয়েছিল আরাধ্যা বচ্চনকে। কিন্তু বিগ বি'র মেয়ের দুই ছেলে-মেয়ে অগ্যস্ত নন্দা এবং নব্যা নভেলি নন্দাকে সেখান থেকে বাদ দিয়ে দেন অভিনেত্রী। ব্যস! এখান থেকেই যত বিতর্কের শুরু। খবর রটে যায়, ঐশ্বর্যর সঙ্গে তাঁর ননদ শ্বেতা বচ্চন নন্দার সম্পর্ক নাকি একেবারেই ভাল না। দু'জনের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। আর এর মূলে রয়েছে অমিতাভ বচ্চনের বাংলো 'প্রতীক্ষা'।
জানা যায়, ঐশ্বর্য নাকি শ্বশুরবাড়ির বাকিদের ছেড়ে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা সংসার করতে চেয়েছিলেন এই 'প্রতীক্ষা'তে এসে। তবে তাতে বাগড়া দেন শাশুড়ি জয়া বচ্চন। আর এরমধ্যেই অমিতাভ তাঁর মেয়ের নামে সেই বাংলোটিই লিখে দেওয়ায় জল্পনা ছড়িয়ে যায় যে, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর খুব শিগগিরই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। এমনকী সম্প্রতি অভিষেকের বাঁ হাতের অনামিকায় বিয়ের আংটি দেখা না যাওয়ায় সেই জল্পনা আরও দানা বাঁধে। কানাঘুষো শোনা যেতে শুরু করে, ঐশ্বর্য নাকি শ্বশুরবাড়ি ছেড়ে তাঁর মায়ের কাছে গিয়ে থাকছেন।
এই খবরগুলো আদৌ কতটা সত্যি, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানারকম আলোচনা চলছেই। তবে সেই ভাঙনের জল্পনার মধ্যে অগ্যস্ত নন্দার প্রথম ছবির প্রিমিয়ারে হাজির হলেন ঐশ্বর্য। রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাৎজিদের ফটোর আবদার হাসিমুখেই মেটালেন সবাই। যা দেখে এখন সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, তাহলে এতদিন ধরে যেসব খবর বাইরে রটল, সেসবই কি মিথ্যে! নাকি সমস্ত বিবাদ ভুলে ফের জোড়া লাগল সম্পর্ক! উত্তর যদিও অজানা। বলিউড আদতে এক মায়ানগরী। এখানে এমন অনেককিছুই ঘটে, যা সাধারণ মানুষের কাছে কল্পনাতীত। বচ্চন পরিবারের এই অশান্তির খবরও খানিকটা সেরকম, এখন এমনটাই বলছেন নেটিজেনদের একাংশ।