শেষ আপডেট: 6th February 2024 22:24
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার উর্দি পরে গভীর চুমু! আর এতেই হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’ চরম বিপাকে পড়ল। রীতিমতো আইনি নোটিস পাঠিয়ে শোনা গিয়েছে, ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন বায়ুসেনারই এক অফিসার। ছবিতে হৃতিক ও দীপিকার একটি চুম্বনের দৃশ্য রয়েছে। তাতেই আপত্তি ওই অফিসারের।
সূত্রের খবর, ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক অফিসার, উইং কমান্ডার সৌম্যদীপ দাস, এই আইনি নোটিস পাঠিয়েছেন। সেই নোটিসে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার ইউনিফর্ম কেবলমাত্র একটি পোশাক নয়। এটি কর্তব্য, জাতীয় নিরাপত্তা এবং নিঃস্বার্থ সেবার প্রতি অটল অঙ্গীকারের প্রতীক। এই উর্দি পরেই দেশকে নিরাপত্তা দেন সাহসী অফিসারেরা, প্রাণের ঝুঁকি নিতেও দু’বার ভাবেননা। এই উর্দি ভারতীয় বায়ুসেনার গরিমার প্রতীক। উইং কম্যান্ডারের বক্তব্য, কোনও সিনেমার রোমান্টিক দৃশ্যকে ভারতীয় সেনার উর্দির সঙ্গে জুড়ে দেওয়াটা সঠিক কাজ নয়। যে ইউনিফর্ম পরে দেশ ও দেশবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য শপথ নেওয়া নয়, সেই উর্দি গায়ে চাপিয়ে নিছক একটা প্রেমের দৃশ্যকে চলচ্চিত্রে তুলে ধরে দেশের বায়ুসেনা অফিসারদের ত্যাগ ও মর্যাদাকে ক্ষুন্ন করা হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের আবহে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’। হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের মতো দুজন হাই প্রোফাইল অভিনেতার জুটিকে দেখতেই দর্শকরা শুরু থেকে মুখিয়ে ছিলেন। তবে ছবির একটি গান লঞ্চ হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। দিপীকার পোশাক ও দেহভঙ্গি নিয়ে নানা সমালোচনা শুরু হয়ছিল। ছবিতে অ্যাকশন, দেশপ্রেম, বায়ুসেনার নানা অ্যাকশন দৃশ্য থাকলে সেভাবে বক্স অফিসে জমাটি ব্যবসা করতে পারেনি ফাইটার। সে নিয়ে পরিচালক সিদ্ধান্ত আনন্দ একটি সাক্ষাৎকারে দুঃখপ্রকাশও করেছেন। তার মধ্যেই আইনি নোটিস আসায় আরও বিপাকে পড়ল ফাইটার।