শেষ আপডেট: 5th February 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হোমটাউন মুর্শিদাবাদের হাসপাতালে ভর্তি করতে হয় প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মাকে। তবে অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক ক্যানসার হাসপাতালে। কেমন আছেন তিনি? ঐন্দ্রিলার জন্মদিনে দ্য ওয়ালকে জানালেন শিখাদেবী।
তাঁর কথায়, "ভালই ছিলাম। সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই ব্যথা শুরু হয়। ওরাই বলে কলকাতায় নিয়ে আসতে। হাসপাতালেই ছিলাম। কাল ছাড়া পেয়েছি।"
বায়প্সি হয়েছে ঐন্দ্রিলার মায়ের। আপাত ভাবে চিকিৎসকদের ধারণা, ফের দেহে ফিরে এসেছে সেই মারণ রোগ। শিখাদেবীর প্রথম ক্যানসার ধরা পড়ে ১৪ বছর আগে। জরায়ু বাদ দেওয়া হয়। ভালই ছিলেন। তবে ২০২৩-এ আবারও ফিরে আসে সেই রোগ। সে সময় ওরাল কেমো চলছিল তাঁর। কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে ফের বিপত্তি।
আপাতত দিন-রাত এক করে শিখাদেবীর সেবা করছে স্বামী ও বড় মেয়ে ঐশ্বর্যা । ঐশ্বর্যা নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। নিজে তিনি চিকিৎসক, একই সঙ্গে মায়ের দেখভাল, সব মিলিয়ে তিনিও যে ক্লান্ত, জানালেন শিখাদেবী। এ দিন ছোট মেয়ের জন্মদিন আর বিশেষ ভাবে পালন নয়, বাড়িতেই রয়েছেন তিনি। কর্মবিরতি নিয়ে স্ত্রীর সেবায় রত ঐন্দ্রিলার বাবাও।
২০২২ সালে প্রয়াত হন ঐন্দ্রিলা। তাঁর মৃত্যু কার্যত কাঁদিয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। সেই শোক কোনও মতে সামলে উঠেছিল পরিবার। ফের এক বিপর্যয়। বিপদ কেটে গিয়ে সব যেন আগের মতো হয়ে যায়, আপাতত সেই প্রার্থনাই করছে গোটা পরিবার।