মাত্র ২১ বছর বয়সে অহনার মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠেছিল নানা কথা। বিশেষত কেরিয়ারের টপ ফর্মে থেকে এ হেন সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে ট্যাবু ভেঙে আগত প্রাণকে দু'হাতে গ্রহণ করেছেন অহনা। এই জার্নিতে মা সঙ্গে নেই তাঁর। কেন?
শেষ আপডেট: 15 June 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: সাধের অনুষ্ঠানে খুব একটা বিশ্বাসী নন তিনি। আগেকার দিনে হবু মায়েদের যে কারণে সাধ খাওয়ানো হত সেই কারণের সঙ্গেও খানিক সহমত নন। তিনি অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত, আমজনতা যাকে চেনে 'মিশকা' বলেই।
মা হতে আর মাস দেড়েক বাকি অহনার। প্রেগন্যান্সি জার্নিতে সিরিয়াল থেকে ছুটি নিলেও সমাজ মাধ্যমে তিনি এখন অনেক সক্রিয়। ছোটখাটো মুহূর্ত ভাগ করে প্রতি মুহূর্তে বার্তা দিচ্ছেন, ভাল আছেন। কিছু দিন আগেই জন্মদিন ছিল তাঁর। স্বামী দীপঙ্করের সঙ্গে গিয়েছিলেন বেবিমুনে। নিভৃতে সময় কাটিয়েছিলেন বেশ খানিকটা। বেবিবাম্প নিয়েই ডুব দিয়েছিলেন সুইমিং পুলে, কেটেছিলেন সাঁতার।
সেই ট্র্যাভেল ডায়েরি থেকে তাঁর দু'টো ছবি নিয়ে চর্চা শুরু। হবে নাই বা কেন? বেবিবাম্পের উন্মুক্ত ছবি শেয়ার করেছেন অহনা। কেউ বলছেন, 'নজর লাগবে'। আবার কারও নজর অহনার 'স্ট্রেচমার্ক'-এর দিকে।
মাতৃত্বকালীন অবস্থায় নারী শরীরে পরিবর্তন আসা খুবই স্বাভাবিক। ২১ বছরের অহনার ক্ষেত্রেও তা একেবারেই ব্যতিক্রম নয়। ওজন বেড়েছে, পেটে দাগ এসেছে। তা নিয়ে লজ্জা নয় বরং তথাকথিত 'খুঁত' হয়ে উঠেছে তাঁর অস্ত্র।
বলছিলেন, "অন্তঃসত্ত্বাকালীন একজন নারীর মানসিক ও শারীরিক বহু বদল হয়। আমি প্রথম থেকেই এই পরিবর্তনগুলো নিয়ে গর্ব করি। যে পরিবর্তন পরিপূর্ণতা দিয়েছে তা ঢেকে লজ্জা পাওয়ার কারণ আমার কাছে নেই। শত কষ্ট হওয়ার পরেও সুন্দর ভাবে এই মাসগুলোতে নিজেকে গুছিয়ে রেখেছি আমি। একটাই প্রার্থনা, আগামী দিনগুলো যেন ভাল হয়।"
মাত্র ২১ বছর বয়সে অহনার মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠেছিল নানা কথা। বিশেষত কেরিয়ারের টপ ফর্মে থেকে এ হেন সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে ট্যাবু ভেঙে আগত প্রাণকে দু'হাতে গ্রহণ করেছেন অহনা। এই জার্নিতে মা সঙ্গে নেই তাঁর। কেন? সে কথা এতদিনে সবাই জেনে গিয়েছেন। দীপঙ্করের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান-- সবটাই মায়ের অমতে। মেনে নিতে পারেননি জামাইকে, তাই মেয়েকেও দূরে সরিয়ে রাখতে হয়েছে তাঁকে।
আফসোসেরও বোধহয় ক্লান্তি আসে। না পাওয়ার থেকে পাওয়াই হয়ে ওঠে মুখ্য। আর 'আউট অব সাইট, আউট অব মাইন্ড' তো অরণ্যের প্রাচীন প্রবাদ! তাই নেতিবাচকতাকে দূরে ঠেলে ভালবাসাকেই আঁকড়ে ধরেছেন নায়িকা। নতুন অতিথিকে সাদরে স্বাগত জানাতে তৈরি তিনি ও দীপঙ্কর।