শেষ আপডেট: 19th April 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের জগতে তাঁর পোশাক পরিচ্ছদ সবসময়ই আলোচনার কেন্দ্রে। যদিও সেসবের কোনও কিছুতেই হেলদোল নেই উরফির (Urfi Javed)। তিনি মজে প্রতিদিন নিত্য নতুন ফ্যাশনে (new fashion)। এবার প্রচণ্ড গরমের মধ্যে আরও কয়েক ডিগ্রি উষ্ণতা বাড়িয়ে দিলেন মডেল-অভিনেত্রী।
উরফির সাম্প্রতিকতম ভিডিওয় দেখা গেছে পরনে শুধু একটি নিম্নাঙ্গের অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই তাঁর শরীরে। নিজের স্তনদুটি একহাতে ঢেকে আছেন তিনি। মাথার চুলের জায়গায় লাগানো রয়েছে বেগুনি ক্রিস্টাল (crystal)। অন্য হাতে কাঁচি নিয়ে সেই ক্রিস্টাল চুলকেই কাটছেন উরফি।
অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওতেও উরফিকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, অবিলম্বে মানসিক হাসপাতালে দেওয়া প্রয়োজন উরফিকে, আবার কারও মতে, রোজার মাসে নিজের ধর্মের সম্মান নষ্ট করছেন উরফি।
যদিও, কমেন্ট সেকশনে যে যাই লিখুক উরফি যে কোনও কিছুতেই কান দেওয়ার পাত্রী নন সেটা আর নতুন করে বলার অবকাশ রাখে না। পাশাপাশি, নেটিজেনদের এই মন্তব্য যে তাঁকে প্রচারের আলোয় আরও বেশি করে নিয়ে আসবে সেকথাও হয়তো মনে মনে জানেন উরফি।
সম্বলপুরী শাড়ি পরে ব্রিটেনের ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়ালেন ওড়িয়া মহিলা! কুর্নিশ নেটিজেনদের