শেষ আপডেট: 5th November 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় হিন্দি ছায়াছবি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় পর্ব মুক্তি পেয়েছে নভেম্বরের পয়লা তারিখে। বিদ্যা ও মাধুরী, সঙ্গে কার্তিক আরিয়ানের জুটিতে বাজিমাত। উৎসবের মরশুমে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া ৩’ বাজার কাঁপাচ্ছে। ছবির এমন গগনচুম্বী সাফল্যে বেজায় উচ্ছ্বসিত কার্তিক আরিয়ান। ‘রুহ বাবা’ যেখানেই যাচ্ছেন, ছেঁকে ধরছেন ভক্তরা। গোটা দেশেই তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
হিসেব বলছে, অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে প্রচুর টাকা। একশো কোটির গণ্ডি ছুঁয়ে বিগ বাজেট ছবির মোট মূলধনের ৭০ শতাংশই প্রযোজকের ঘরে ফিরিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। ফলে সিনেমার এমন সাফল্যে ধর্মে-কর্মে মন কার্তিকের। তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দর থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিতে।
মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে বারাণসীর উদ্দেশে উড়ে গেলেন অভিনেতা। জানা গিয়েছে, এদিন সেখানে তিনি গঙ্গাআরতিতে যোগ দেবেন। কাশীর বিভিন্ন মন্দিরেও পুজো দেবেন। এবার প্রথম নয়। এর আগে ‘ভুলভুলাইয়া ২’ সাফল্যের মুখ দেখতেই, ছুটে গিয়েছিলেন বারাণসীতে। এবারও তার কোনও পরিবর্তন হল না।
‘ভুলভুলাইয়া ৩’র পাশাপাশি মুক্তি পেয়েছিল ‘সিংহম এগেইন’ও। হিসেব বলছে, ‘সিংহম এগেইন’কে টেক্কা দিয়ে প্রথম সপ্তাহেই নাকি ১০০ কোটিতে নাম লিখিয়েছে ছবিটি। প্রথম দিনেই সিনেমাটি ৩৫.৫ কোটি আয় করেছিল। তারপরে দ্বিতীয় দিনের আয় বেড়ে ৩৭ কোটি দাঁড়িয়েছিল।
এখনও সিনেমাটিকে ব্লকবাস্টার বলা যাচ্ছে না। কারণ সিনেবিশেষজ্ঞদের মতে, কোনও সিনেমাকে ব্লকবাস্টার ঘোষণা তখনই করা যাবে, যখন সেই সিনেমার যা বাজেট, তার তুলনায় ২০০ শতাংশ লাভ করতে হবে। তবে তাঁদের মতে, দ্বিতীয় সপ্তাহে এই সিনেমা সেই গণ্ডি ছুঁয়ে ফেলতে পারবে।