শেষ আপডেট: 23rd January 2025 12:46
গত বছরই বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সানিয়া মির্জা। এর কিছু দিনের মধ্যেই সানিয়ার প্রাক্তন স্বামী শোয়েব মালিক বিয়ে করেন সানা জাভেদ। সানিয়া ঘনিষ্ঠরা জানান, এই মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। তবে বিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
কখনও ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে এআই ছবি হয়েছে ভাইরাল, আবার সাম্প্রতিক কালের গুঞ্জন তিনি নাকি সম্পর্কে গিয়েছেন আদিল সজনের সঙ্গে। কে এই আদিল? কীই বা পেশা তাঁর?
আদিল আদপে দুবাইয়ের একজন ব্যবসায়ী। সূত্র জানাচ্ছে, শোয়েব মালিকের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে আদিলকে অনুসরণী করতে শুরু করেছেন সানিয়া। আদিল কোটিপতি। দানুবে গ্রুপের ম্যানেজার তিনি। প্রায় ১৬০০ কোটি টাকার মালিক তিনি।
বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে আদিল কিন্তু বিবাহিত। তাঁর স্ত্রী সানা সজন পেশায় চিকিৎসক। এখনও পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আদিল। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন সানিয়া মির্জাও।