শেষ আপডেট: 17th December 2023 16:42
দ্য ওয়াল ব্যুরো: কমল হাসানের পর এবার দক্ষিণের আর এক সুপারস্টার রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক লোকেশ কানাগরাজ। আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘থালাইভার ১৭১’। গত সেপ্টেম্বরেই এই ছবির ঘোষণা হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী বছর এপ্রিল থেকে শ্যুটিং শুরু হয়ে যাবে।
এবছর দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল লোকেশের ‘লিও’। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন থালাপতি বিজয়। ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে। তারপরই নতুন ছবির প্রস্তুতিতে জোরকদমে লেগে পড়েছেন পরিচালক। সূত্রের খবর, এই ছবিতেই অভিনয়ের জন্য তিনি প্রস্তাব দিয়েছেন শাহরুখকে।
ছবির প্রধান অভিনেতা রজনীকান্ত হলেও একটি এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ‘বলিউড বাদশা’-কে। স্ক্রিপ্ট শুনে পছন্দও হয়েছিল শাহরুখের। কিন্তু শেষ অবধি অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিং খান। কেন তিনি অভিনয় করতে রাজি হননি সে কথাও তিনি বুঝিয়ে বলেছেন পরিচালককে।
সূত্রের খবর, ‘পাঠান’ দিয়ে দুর্দান্ত কামব্যাকের আগে তিনি ‘রকেট্রি’, ‘লাল সিং চাড্ডা’, ‘ব্রহ্মাস্ত্র’, এমনকী সম্প্রতি ‘টাইগার থ্রি’-র মতো ছবিতে ক্যামিও চরিত্রে দেখা দিয়েছেন। এইমুহূর্তে শাহরুখ আর ক্যামিও করতে রাজি নন। বরং ছবিতে প্রধান অভিনেতা হিসাবেই কাজ করার দিকে বেশি ফোকাস করছেন তিনি।
শেষ অবধি শাহরুখ পিছিয়ে আসায় লোকেশ সেই চরিত্রে অভিনয়ের অফার নিয়ে গিয়েছেন আর এক বলিউড অভিনেতার কাছে। যিনি আবার সম্প্রতি শাহরুখের জুতোতেই পা গলিয়েছেন। তাঁর নাম রণবীর সিং। জানা গিয়েছে, স্ক্রিপ্ট শুনে বেশ উৎসাহী তিনি। তবে পাকা কথার আগে ছবির পুরো গল্প শুনতে চেয়েছেন।