শেষ আপডেট: 24th January 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: বিগত চার বছর ধরেই শোনা যাচ্ছে বলিউডে আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ২০২১ সালে প্রাক্তন অধিনায়ক নিজেই ঘোষণা করেছিলেন সে কথা। কে হতে পারেন পর্দার সৌরভ, তা নিয়ে আলোচনা চলছিলই? রণবীর কাপুরকে পছন্দ ছিল 'দাদা'র। তবে না, রণবীর রাজি হননি।
এক পর্যায়ে শোনা যায়, আয়ুষ্মান খুরানা থাকতে পারেন নামভূমিকায়। ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও। তবে সাম্প্রতিক খবর তাঁরা কেউই নন, এই ছবিতে সৌরভের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও। যদিও এই খবরে এখনও মান্যতা দেননি কেউই।
২০২১ সালে প্রথম সৌরভের বায়োপিকের কথা ঘোষণা হয়। জানা যায়, 'লুটেরা', 'উড়ান'-এর মতো ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে ছবিটি পরিচালনা করবেন। সেই সময়েই গুঞ্জন ওঠে রণবীর কাপুরকে দেখা যাবে বায়োপিকে। যদিও এই বিষয়ে রণবীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দাদা একজন লিভিং লেজেন্ড। শুধু এই দেশে নয়। বাইরেও। তবে আমার কাছে এই ছবির অফার আসেনি।"