শেষ আপডেট: 10th February 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: একাধিক ফ্লপ ছবির পর শাহরুখ খানের (Shah Rukh Khan,)কামব্যাক এবং তারপর রাজকীয়ভাবে বলিউড সিংহাসনে যে ভাবে জাঁকিয়ে বসলেন, তার কৃতিত্ব অনেকটাই, দক্ষিণী ছবির পরিচালক অ্যাটলির। ছবি মুক্তির আগে ছিল না প্রচার। কোনও সাক্ষাৎকারও দেননি শাহরুখ। অনুরাগীদের সঙ্গে, দর্শকের সঙ্গে ‘জওয়ান’ মুক্তির আগে অভিনেতার যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র এক্স #আস্কএসআরকে’। কিন্তু তার পরেও ছবির কনটেন্টের জোরে, বক্স অফিসে ‘জওয়ান’-এর লক্ষ্মীপ্রাপ্তি ছিল ১১৬৭ কোটি! সূত্রের খবর, অ্যাটলি ফের জোট বাঁধছেন বলিউডের আপও এক সুপারস্টারের সঙ্গে, বলা ভাল হাত ধরছেন তাঁর। কারণ সুপারস্টার হওয়া সত্বে, তাঁর অভিনীত ছবি আশানুরূপ ফল লাভ করছে না। ফ্লপ এবং অ্যাভারেজের চারপাশে ঘুরে চলেছে তাঁর ছবি। তিনিই সলমন খান। (Salman Khan)
শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এ শাহরুখ খানকে পরিচালনার পর, অ্যাটলি তাঁর পরবর্তী ছবি ‘এ সিক্স’-এ সলমন খানকে পরিচালনা করতে প্রস্তুত হচ্ছেন। ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে ছবিটি ফ্লোরে যাবে। এক সাক্ষাৎকারে অ্যাটলি নিশ্চিত করেন যে ছবিটি সলমন খানের সমস্ত ভক্তদের জন্য একটি দারুন ফিল্ম হতে চলেছে এবং এই ছবির মাধ্যমে সলমন গোটা বিশ্বকে গর্বিত করবেন। সূত্রের খবর, ‘এ সিক্স’ ছবিটির বাজেট ৫০০ কোটি! কারণ পরিচালক তাঁর পরবর্তী ছবিতে একটি ভিন্ন এবং অনন্য জগৎ তৈরি করার পরিকল্পনায় রয়েছেন।
পুনর্জন্মের গল্পে সাজানো ‘এ সিক্স’। পিরিয়ড ড্রামা। অ্যাটলি ছবিটিতে এমন এক অজানা জগৎ সৃষ্টি করার পরিকল্পনায় রয়েছেন যা আগে কখনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। সলমন-অ্যাটলির রসায়ণ, যে ছাপ ফেলবে, তার চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সল্লু ভাই বেশ উত্তেজিত এই ছবি নিয়ে, যে তিনি নিজের ওজন কমানোর প্রস্তুতিও শুরু করেছে। কারণ ‘A6‘-এর জন্য তাঁর একটি নির্দিষ্ট ধরণের শারীরিক গঠনেরও প্রয়োজন।
এখানেই শেষ নয়, এও শোনা যাচ্ছে অ্যাটলি এই ছবির জন্য রজনীকান্তের সঙ্গেও আলোচনা দারি রেখেছেন। এবং যদি রজনিকান্তের সম্মতি মেলে, তাহলে এটি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ছবি হয়ে উঠবে যেখানে দুই সুপারস্টার ভাইজান এবং থালাইভাকে একসঙ্গে দেখা যাবে।