অপু বিশ্বাস ও জয় চৌধুরী, ডানদিকে- শাকিব খান
শেষ আপডেট: 1st January 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: শাকিব খানকে কে না চেনেন? বাংলাদেশের সুপাস্টার তিনি। সে দেশের প্রথম সারির অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন বেশ কিছু বছর আগেই। তাঁদের গোপনে বিয়ে, সন্তানের জন্ম, অন্য নায়িকার সঙ্গে ফের শাকিবের বিয়ে-সন্তান ও সর্বোপরি বৈবাহিক সম্পর্কের ইতি-- অপু-শাকিবের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। ফের কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অপু?
বাংলাদেশী অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অপু। সেখানেই লেখা, "নতুন শুরুর জন্য কৃতজ্ঞ। আশা করি এই যাত্রাপথ ভালবাসা ও ইতিবাচকতায় ভরে উঠুক। রইল সেই বিশেষ মুহূর্তে কিছু ছবি।"
বর-কনের পোশাকে অপু-জয়কে দেখে এরপরেই উঠেছে প্রশ্ন, 'তবে কি সত্যিই বিয়ে করেছেন তাঁরা?' অপু এই মুহূর্তে বাংলাদেশে। তাঁর ঘনিষ্ঠ সূত্র দ্য ওয়ালকে বলে, 'না, অপু এই মুহূর্তে বা আগামীতেও নতুন করে আর বিয়ের কথা ভাবছেন না। যে ছবিগুলি দেখছেন তা এক সংস্থার ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়া নিয়ে বিজ্ঞাপন। সেখানেই ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে দেখা যাবে অপু-জয়সহ অন্যান্যদের।"
প্রসঙ্গত, ২০০৮ সালে অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৭ সালে এই খবর সামনে এসেছিল। সন্তান সহ অপুকে নিয়ে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সেই খবর নিজেই জানিয়েছিলেন শাকিব।
তবে এর কিছু দিন পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পরেই শাকিবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন অপু। পরবর্তীতে বাংলাদেশী নায়িকাকে বুবলিকে বিয়ে করেছিলেন শাকিব। এই মুহূর্তে বুবলি বা অপু কারও সঙ্গেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ নন শাকিব খান। শোনা যাচ্ছে, পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে তৃতীয় বার বিয়ে করতে চলেছেন তিনি।