একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আল্লু অর্জুন।
আল্লু অর্জুন-দীপিকা পাড়ুকোন-সন্দীপ রেড্ডি ভাঙ্গা
শেষ আপডেট: 12 June 2025 07:41
দ্য ওয়াল ব্যুরো: ‘অ্যানিমেল’ দিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনই বিতর্কও ছায়াসঙ্গী হয়ে উঠেছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজের টানাপোড়েনের জেরে 'স্পিরিট' থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। এবার সেই একই ছবির সঙ্গে যুক্ত আর এক তারকা, আল্লু অর্জুনকেও নাকি বাদ দিয়ে দেওয়া হল!
Siasat.com-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আল্লু অর্জুন। তবে এবার পরিচালক নাকি সিদ্ধান্ত নিয়েছেন, আল্লুকে সরিয়ে সেই জায়গায় নেওয়া হবে জুনিয়র এনটিআর-কে। যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বলা হচ্ছে, দীপিকার মতো আল্লু অর্জুনও কিছু সৃজনশীল শর্ত রেখেছিলেন, যা মানতে রাজি ছিলেন না পরিচালক। সেই কারণেই হয়তো অভিনেতা নিজেই ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন কিংবা পরিচালকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাদ দেওয়ার সিদ্ধান্ত।
তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে পথ আলাদা হলেও, দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আল্লু অর্জুন। আপাতত ‘AA22xA6’ ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আল্লু। সম্ভবত ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বড় বাজেটের ছবি।