শেষ আপডেট: 8th December 2023 19:21
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন বিজয় বর্মা। 'দহড়' সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন তিনি। পিছনে ফেললেন এশিয়া মহাদেশের তাবড় তাবড় অভিনেতাদের। বিজয়ের এই সাফল্যে গর্বিত গোটা দেশ।
অভিনেতাকে এই বিশাল সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা তামান্না ভাটিয়াও। অ্যাওয়ার্ড হাতে বিজয়ের ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে অভিনেত্রী লেখেন, "দারুণ! এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে এই বিশাল সাফল্যের মাধ্যমে তুমি ভারতকে গর্বিত করেছ।"
প্রেমিকার শুভেচ্ছায় আপ্লুত বিজয় পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছেন তামান্নাকে। অভিনেত্রীর ইনস্টা স্টোরি শেয়ার করে তিনি লেখেন, "সোনার এই দেবীকে আমার দেবীর কাছে নিয়ে আসছি।" উল্লেখ্য, সোনার দেবী বলতে বিজয় তাঁর এই নতুন আন্তর্জাতিক অ্যাওয়ার্ডটিকে বুঝিয়েছেন।
উল্লেখ্য, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সিঙ্গাপুরে আয়োজিত হয়েছিল। পুরস্কার জেতার পর বিজয় সেটি নিয়ে রাতের শহরকে সাক্ষী রেখে বেশ কিছু ছবিও তুলেছেন। সেগুলি পোস্ট করে 'দহড়' টিমকেও কৃতজ্ঞতা জানান অভিনেতা। বলিউডের পাশাপাশি বিজয়কে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁর অনুরাগীরা।
View this post on Instagram
বিজয় লিখেছেন, "পুরস্কার জেতা বরাবরই আমায় আনন্দ দেয়। তবে এই অ্যাওয়ার্ডটি একটু বেশিই স্পেশ্যাল। কারণ, এবার আমি জিতেছি মানে আমার দেশও জিতেছে। এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে 'দহড়'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি গর্বিত ও আপ্লুত।"
এরপর তিনি আরও বলেন, "এশিয়ার আরও ১০ জন অভিনেতার সঙ্গে আমি এই পুরস্কার জেতার লড়াইয়ে ছিলাম। বহু নামী-দামি অভিনেতা, অভিনেত্রী, তারকারা উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের মধ্যে দাঁড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতলাম। 'দহড়' টিম ছাড়া এটা সম্ভব হত না।"