শেষ আপডেট: 22nd June 2023 17:42
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির পর থেকেই সমালোচনার জাল থেকে রেহাই পাচ্ছে না 'আদিপুরুষ'। সাধারণ মানুষ থেকে তারকা, এই ছবিকে প্রশংসা করেছেন এমন সংখ্যা প্রায় নেই বললেই চলে। এবার সেই তালিকায় জুড়ল আরও কিছু নাম।
'শক্তিমান' খ্যাত মুকেশ খান্না রীতিমতো চড়া সুরে আক্রমণ করেছেন 'আদিপুরুষ'-এর গোটা টিমকেই। 'এই ছবির সঙ্গে যুক্ত সকলকে জ্যান্ত পুড়িয়ে মারা উচিত!' এমনই মন্তব্য মুকেশের। সেই সঙ্গে তিনি ছাড়েননি রামের ভূমিকায় অভিনয় করা প্রভাসকেও। রামানন্দ সাগরের 'রামায়ণ'-এ রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিলের সঙ্গে তুলনা টেনে মুকেশ বলেন, 'প্রভাসের শেখা উচিত কীভাবে একটি আইকনিক চরিত্র ফুটিয়ে তুলতে হয়।'
মুকেশের পাশাপাশি, রামানন্দ সাগরের রামায়ণ-এ লক্ষণ চরিত্রে অভিনয় করা সুনীল লাহিড়িও 'আদিপুরুষ'-এর নিন্দায় মুখর হয়েছেন। তাঁর কথায়, এই ছবিতে অভিনয় করা অভিনেতাদের জলে ডুবে মরে যাওয়া উচিত। 'আদিপুরুষ'-এর মাধ্যমে হিন্দু ধর্মের অবমাননা করেছেন পরিচালক থেকে অভিনেতা সকলেই, বক্তব্য লক্ষণ ওরফে সুনীল লাহিড়ির।
প্রসঙ্গত, মুকেশ থেকে সুনীল লাহিড়ি শুধু নয়, বরং সাধারণ মানুষও মুখ ফিরিয়েছেন 'আদিপুরুষ' থেকে। সেই কারণে যেখানে অগ্রিম টিকিটের দাম ছুঁয়েছিল ২২০০ টাকা সেখানে এই মুহূর্তে মাত্র ১৫০ টাকায় বিকোচ্ছে 'আদিপুরুষ'-এর টিকিট। সব মিলিয়ে 'আদিপুরুষ'-এর নির্মাতারা রীতিমতো ব্যাকফুটে ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই।
ফের হ্যাটট্রিক! পাঁচে পাঁচ আকাশের, নার্সারি লিগে মহারেকর্ড সোনারপুরের খুদের