শেষ আপডেট: 17th June 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দেশজুড়ে মুক্তির পর থেকেই বিতর্কের মুখে ‘আদিপুরুষ’। ছবির ভিএফএক্স, চিত্রনাট্য ছাড়াও যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি সমালোচনা শুরু হয়েছে, তা হল সংলাপ। রাম হোক বা হনুমান, প্রত্যেকের সংলাপই ভীষণই নিম্নমানের বলে অভিযোগ করছেন দর্শকরা। এমনকী হনুমানের মুখে ‘তোর বাবার তেল, তোর বাবারই লঙ্কা জ্বলবে’ বাক্যটি এতটাই অশালীন এবং আপত্তিকর যে, প্রেক্ষাগৃহে থাকা দর্শকরা সামাজিক মাধ্যমে ক্ষোভপ্রকাশ শুরু করেছেন। এমতাবস্থায় ছবিটি মানুষ চাইলেই ব্যান করা হবে বলে জানালেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
শনিবার সংবাদমাধ্যমের সামনে বাঘেল বলেন, “অনেকের মুখেই ‘আদিপুরুষ’ ছবির কথা শুনছি। এই ছবিতে আমাদের দেবতাদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। আমরা ভগবান রাম এবং বজরংবলির ভক্তিতে সিক্ত রূপ দেখেই বড় হয়েছি। কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই রূপ পরিবর্তনের চেষ্টাই করা হচ্ছে। যা এই সিনেমাতেও রয়েছে। হনুমানকে আমাদের ছোট থেকেই জ্ঞান, শক্তি এবং ভক্তির প্রতীক হিসাবে চিনতাম। তবে এই ছবিতে ভগবান রামকে যোদ্ধা এবং হনুমানকে একজন রাগান্বিত ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে। এমনকী তাঁর মুখে অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে। তাই মানুষ যদি এই নিয়ে আপত্তি তুলতে শুরু করে, তাহলে ছত্তীসগড় সরকার সিনেমাটি ব্যান করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করবে।”
এর পাশাপাশি তিনি স্বঘোষিত হিন্দু ধর্মের রক্ষক এবং কয়েকটি রাজনৈতিক দলকেও এ বিষয়ে নীরব থাকার জন্য কটাক্ষ করেছেন। ভূপেশ বাঘেল বলেন, “যে রাজনৈতিক দলগুলো নিজেদের হিন্দু ধর্মের রক্ষক বলে, তাঁরা এই সিনেমাটি নিয়ে চুপ কেন? যে বিজেপি নেতারা ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সংবাদমাধ্যমে একের পর এক বিবৃতি দিয়েছেন, তাঁরা কেন ‘আদিপুরুষ’ নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন? এমনকি বিজেপির নিম্ন স্তরের নেতারাও এই বিষয়ে কিছু বলছেন না। আসলে বজরংবলিকে এই সিনেমায় বজরং দলের ভাষায় কথা বলার জন্য তৈরি করা হয়েছে।”
‘তোর বাবার তেল, তোর বাবারই লঙ্কা জ্বলবে!’ আদিপুরুষের মুখের ভাষায় চটেছেন প্রেম সাগর