শেষ আপডেট: 23rd June 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: বেশ ঢাক-ঢোল পিটিয়েই শুরু হয়েছিল প্রচার। দেশের বিভিন্ন মন্দিরে যাওয়া থেকে শুরু করে বড় বড় সেলেব্রিটিদের দিয়ে কর্পোরেট বুকিং—বাদ ছিল না কিছুই। ফলত ওম রাউতের ‘আদিপুরুষ’ নিয়ে ক্রমশ উন্মাদনা বেড়েছিল গোটা দেশে। ছবির ভিএফএক্স নিয়ে প্রথম থেকে সমালোচনা হলেও সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাসে কোনও ভাটা পড়েনি। ফলত প্রথমদিনেই বিশ্বব্যাপী রীতিমতো রেকর্ড অঙ্কের ব্যবসা করেছিল ছবিটি। দ্বিতীয়দিনেও বেশ ভালই আয় হয়। কিন্তু তারপরেই ছন্দপতন। আর এর পিছনে মূল কারণ হল ছবি নিয়ে একের পর এক সমালোচনা, কটাক্ষ।
ভিএফএক্স তো বটেই, ছবির সংলাপ নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হনুমানের মুখে কুরুচিকর ভাষা মেনে নিতে পারেননি আমজনতা। ফলত ছবি ব্যান করার ডাক দেওয়া হয়। এমনকী ছবিটি অবিলম্বে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠায় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স নামের একটি সংস্থা। এরপরই পিঠ বাঁচাতে তড়িঘড়ি সংলাপ বদলের সিদ্ধান্ত নেন নির্মাতারা। বুধবার থেকে প্রেক্ষাগৃহে সেই নতুন সংলাপই শোনা যাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। প্রথম ২-৩ দিন ভাল ব্যবসা দেখে যারা সিনেমাটি দেখতে যাবেন বলে ভেবেছিলেন, তাঁরাই পরে এত সমালোচনা দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন।
আর এখন প্রথম সপ্তাহের শেষে তারই প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির প্রথম দু’দিনে বিশ্বজুড়ে ২০০ কোটি ব্যবসা করে ফেলা এই ছবিটি গত সোমবার, অর্থাৎ মুক্তির চতুর্থ দিন থেকেই মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। অবস্থা এখন এতটাই সঙ্গিন যে, যেখানে ছবিটি প্রথমদিনে ব্যবসা করেছিল ১৪০ কোটিরও বেশি, সেখানে সপ্তমদিনে ‘আদিপুরুষ’-এর ভাঁড়ারে এসেছে মোটে ৫.৫ কোটি টাকা। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ছবিটি ভারতে প্রথম সপ্তাহে ২৬০.৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে ‘আদিপুরুষ’-এর আয় ৪১০ কোটি। বিপদ বুঝতে পেরেই শুক্রবার, দ্বিতীয় সপ্তাহ থেকে প্রেক্ষাগৃহে টিকিটের দাম কমিয়েছে প্রযোজনা সংস্থা। এখন দেখার, এই সিদ্ধান্তের ফলে ছবিটি আবার লাভের মুখ দেখতে পারে কিনা।
পুড়িয়ে মারা থেকে ডুবে যাওয়া, 'আদিপুরুষ'-এর নিন্দায় ভয়ঙ্কর নিদান তারকাদের