শেষ আপডেট: 14th September 2023 14:16
প্রৌঢ় হাজারি ঠাকুর পেশায় একজন পাচক। হাজারি রন্ধনবিদ্যাকে শিল্পের পর্যায়ে উন্নীত করে। জীবনের তাগিদে রানাঘাট স্টেশনের কাছে স্থানীয় বেচু চক্রবর্তীর হোটেলে রান্নার ঠাকুরের কাজ নেয় হাজারি ঠাকুর। হাজারি ঠাকুরের রান্নার গুণে দোকানের খদ্দের বেড়ে যায়। হোটেলের মালিকের প্রিয় পাত্রী পদ্ম ঝি আবার হাজারিকে দেখতে পারে না। পদ্মর রোষানলে পরে হাজারি। কিন্তু হাজারি পদ্ম দিদি বলে ডাকে তাকে। এই হোটেলে কাজ করলেও এখানকার লোক ঠকানো নানা কার্যকলাপ হাজারিকে বীতশ্রদ্ধ করে তোলে। হাজারি স্বপ্ন দেখে সে নিজের হোটেল খুলবে। যেখানে সবাই তৃপ্তি করে খাবে। আর সেই হোটেলের ব্যবসা লোক ঠকানো ব্যবসা হবে না। হাজারির স্বপ্নের হোটেলের নাম হবে 'আদর্শ হিন্দু হোটেল' (Adarsha Hindu Hotel)।
আদর্শ হিন্দু হোটেল একটি পিরিয়ড কাহিনি। যা মঞ্চ থেকে পর্দায় যতবার হয়েছে সুপারহিট করেছে। স্বর্ণযুগে 'আদর্শ হিন্দু হোটেল' ছায়াছবিতে হাজারি ঠাকুর হয়েছিলেন ধীরাজ ভট্টাচার্য আর পদ্ম ঝি সন্ধ্যারাণী। মঞ্চ নাটকে হাজারি হন আবার সেই ধীরাজ ভট্টাচার্য এবং পদ্ম সাবিত্রী চট্টোপাধ্যায়। এগুলি আর পাওয়া যায় না। নব্বই দশকের দূরদর্শনের 'আদর্শ হিন্দু হোটেল' ধারাবাহিক আজও জনপ্রিয়। হাজারি ঠাকুরের ভূমিকায় অনবদ্য মনোজ মিত্র এবং পদ্ম আবার সাবিত্রী চট্টোপাধ্যায়। পদ্ম সাবিত্রী ছাড়া আজও ভাবা যায় না।
এমন আইকনিক চরিত্র আইকনিক কাহিনি আবার করা বিশাল চ্যালেঞ্জ, যা নিয়েছেন অরিন্দম শীল। হাজারি ঠাকুরের চরিত্রে বাংলাদেশের (Bangladesh) অভিনেতা কেন? অরিন্দম জানালেন চিত্রনাট্য লেখার সময় হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠছিল তার চোখের সামনে। তার ভাষ্য, ‘চিত্রনাট্য লেখার সময় থেকেই মাথার ভেতর মোশাররফ করিমের নাম ঘুরছিল। পরে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হয়ে যান।'
সর্বশেষ মোশাররফ করিম ব্রাত্য বসুর 'হুব্বা' সিনেমায় কাজ করেছেন। খুব শিগগিরই এই সিনেমাটি মুক্তি পাবে।
যে পদ্ম দিদির ভূমিকায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেত্রী সবার মনে বসে আছেন সেই চরিত্র করা বেশ কঠিন অনন্যা চট্টোপাধ্যায়ের কাছে। অনন্যা আজকাল হাতে গোনা ছবি করলেও ভাল কাজ বেছে করেন। তাঁর মতো বলিষ্ঠ অভিনেত্রী পদ্ম চরিত্রটিকে নতুন মাত্রা দেবেন আশা করাই যায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লোকনাথ দে, রেশমী সেন, সামিউল আলম ও ঊষসী রায় প্রমুখ।
বাংলাদেশের (Bangladesh) মোশাররফ করিম কলকাতার সিরিজে থাকায় ছবিটি ঘিরে বাংলাদেশের দর্শকরাও ভীষণ উত্তেজিত।
ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য নিমির্তি হচ্ছে এটি। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ক্যমেলিয়া প্রোডাকশন এই বছরই একটা OTT প্ল্যাটফর্ম (ফ্রাইডে) আনছে। আদর্শ হিন্দু হোটেল (Adarsha Hindu Hotel) প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনিলাভ চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। অনিলাভ একটি খাদ্য পত্রিকা যেমন সামলান তেমন শর্মিষ্ঠা সঞ্চালিকা থেকে সাংবাদিকতায় চেনা মুখ। এবার এই দম্পতি নতুন ভূমিকায়।
অরিন্দম শীল আরও জানান, ‘গল্পে রাণাঘাটের স্টেশনের পিছনের সেই হোটেল তুলে ধরতে সেট বানানো হচ্ছে। কারণ, তখনকার সেই রাণাঘাট, আর এখনকার রাণাঘাট তো আর এক নেই। তাই প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর সবই তৈরি করা হবে। যেহেতু এটা একটা পিরিয়ড ড্রামা, এখানে কিছু VFX-এর কাজও রয়েছে। একটা দারুণ কাজ হতে চলেছে।'
আরও পড়ুন: বিদায় ‘মহাভারত’-এর রাজা সুবল, ‘চাক দে ইন্ডিয়া’র চেনা মুখ রিও কাপাডিয়া প্রয়াত ৬৬ বছর বয়সে