শেষ আপডেট: 20th May 2023 06:38
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বিতর্কের মধ্যেও প্রেক্ষাগৃহে রমরম করে চলছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। নিজের কেরিয়ারের সবথেকে বড় হিট ছবিটি (Bollywood) বাড়ির সবাইকে দেখাবেন ভেবেছিলেন অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma)। যদিও সেই ভাবনার কারণেই একরাশ দুশ্চিন্তাও ঘিরে ধরেছিল তাঁকে। নিজের ঠাকুমাকে পাশে বসিয়ে কীভাবে এই ছবিটি দেখাবেন, তা কল্পনা করে প্রায় মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছিলেন তিনি।
কিন্তু কেন? কারণ, 'দ্য কেরালা স্টোরি' ছবিতে একটি ধর্ষণের দৃশ্য রয়েছে। এদিকে প্রেক্ষাগৃহে বসে নিজের প্রাণাধিক প্রিয় নাতনির সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখে ঠাকুমার প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন আদা। অভিনেত্রীর দাবি, "আমি সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। যে কোনও রকম চরিত্র পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য আমি সবসময় প্রস্তুত। এটা আমার বাড়ির সদস্যরাও বোঝেন। কিন্তু আমার ঠাকুমা বয়স্ক মানুষ। ওঁদের ধ্যানধারণা আলাদা। আমায় ধর্ষণের দৃশ্যে দেখে ঠাকুমা প্রেক্ষাগৃহে বসে কী করতে পারেন, তা নিয়ে ভীষণই চিন্তায় ছিলাম।"
এরপর আদা আরও বলেন, "ঠাকুমাকে নিয়ে আমার এই ভাবনা পুরোপুরি ভেঙে গিয়েছিল ছবিটি শেষ হওয়ার পর। ধর্ষণের দৃশ্যে তাঁর তেমন কোনও প্রতিক্রিয়া না থাকলেও ছবি দেখে উনি ভীষণই প্রশংসা করেছেন। 'দ্য কেরালা স্টোরি'কে শিক্ষামূলক এবং তথ্যপূর্ণ ছবি বলেও উল্লেখ করেন তিনি। তারপরে তিনি বলেন যে, ছবিটির ইউ/এ সার্টিফিকেট পাওয়া উচিত ছিল যাতে ছোট মেয়েরাও এটি দেখতে পারে। সচেতন হতে পারে।"
উল্লেখ্য, এই ছবিতে নামজাদা কোনও তারকা বা অভিনেতা-অভিনেত্রী নেই, তেমন কোনও হিট গানের অ্যালবামও নেই। তারপরেও ছবিটির বক্স অফিস কালেকশন এইমুহূর্তে ২০০ কোটির দোরগোড়ায়। নিন্দকরা যদিও বলছেন, বিতর্কে ভর করেই ছবিটি এমন ব্যবসা করছে। তবে পাল্টা নির্মাতাদের দাবি, সত্যি ঘটনা নিয়ে ছবি দেখতে দেশের মানুষ মুখিয়ে আছেন। বিতর্ক তৈরি করছেন রাজনৈতিক নেতানেত্রীরা।
বাংলায় মুক্তির জন্য ‘দ্য কেরালা স্টোরি’কে বিশেষ শর্ত, আপস করবেন নির্মাতারা?