শেষ আপডেট: 9th September 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্যসহ গোটা দেশ, ঠিক তখনই ফের খবরের শিরোনামে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। এক উঠতি অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল এখন সকলের চর্চায়। অভিযোগের সাপেক্ষে তাঁকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড।
এর পরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা গিয়েছে অভিনেত্রীদের। তবে অরিন্দমকে নিয়ে চুপ থাকতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে। অথচ তিনি কয়েক বছর আগে থেকেই টলিপাড়ার অন্দরের রাজনীতি ও স্বজনপোষণ নিয়ে বেশ সরব। তাঁকে 'ঠোঁটকাটা' বলেই চেনেন সকলে। কিন্তু এমন ঘটনা সামনে আসার পরও তিনি চুপ কেন?
এবার এই বিষয়ে দ্য ওয়ালের কাছে মুখ খুললেন শ্রীলেখা। বলেন, 'আমি ওঁর সঙ্গে খুব একটা বেশি কাজ করিনি। তাই তেমন কোনও অভিজ্ঞতাও নেই। তবে যে সব অভিনেত্রীরা অরিন্দমের সঙ্গে বেশি কাজ করেছেন, তাঁরা ভাল জানেন।'
অরিন্দম বর্তমানে তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে গিয়ে স্লোগানও তুলছেন। ঠিক সেই সময়ই এমন অভিযোগ তাঁরই বিরুদ্ধে। এবিষয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শ্রীলেখা মিত্র। তিনি বলেন, 'ইন্ডাস্ট্রিতে অরিন্দমের মতো অনেক মানুষ আছে। এখন ধীরে ধীরে সব বাইরে আসবে। তবে অভিনেত্রীরাও কাজ পেতে তাঁর কাছে যান। আমি এমন অনেককে চিনি, যারা মনে করে ডিরেক্টরের সঙ্গে ঘনিষ্ঠ হলেই কাজ পাওয়া যায়। নাহলে কোণঠাসা করে দেওয়া হবে।'
তবে এই প্রসঙ্গে শ্রীলেখা কিন্তু সোজাসুজি অরিন্দমকে আক্রমণের পথে হাঁটেননি। অভিনেত্রীর কথায়, 'যাঁরা হঠাৎ করে এখন অরিন্দমকে নিয়ে বলতে শুরু করেছেন, তাঁরাও আবার ধোয়া তুলসি পাতা নন। একটা সময় ছিল যখন ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে, আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছিল। আজ হঠাৎ সবাই পোস্ট করতে শুরু করেছে কেন, এটাও কিন্তু ভাবার বিষয়। যাদের সঙ্গে এমন ঘটনা হয়, তারা সঙ্গে সঙ্গে কেন সবটা সামনে আনে না? কারও আচরণ ঠিকঠাক না হলে তার সঙ্গে কাজ করারই বা দরকার কী!'
দিন কয়েক আগে এক অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তারপর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। পরিচালক অরিন্দম শীল এই বিষয়ে বলেন, 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন তাঁর সঙ্গে কোনও কথা বলেনি, আগেই এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ একবারও জানতেও চায়নি আসলে কী ঘটনা ঘটেছে। শুধুমাত্র একটা লিখিত কাগজের উপর ভিত্তি করেই এই পদক্ষেপ করা হয়েছে।'