শেষ আপডেট: 2nd January 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: খুব রেগে গিয়েছিলেন। হয়েছিল বিস্তর ভুল বোঝাবুঝি। তবে নতুন বছরে সেই মনোমালিন্য উধাও। ভাঙা মন এক হল আবার। বিচ্ছেদের বাজারে 'তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর' নয় বরং 'প্রাক্তন' সোহল দত্তকেই কাছে টেনে নিলেন অভিনেত্রী তিয়াস লেপচা।
বর্ষশেষে পিসি চন্দ্র গার্ডেন সেজেছিল নিয়ন আলোয়। হাজির ছিলেন টলিউডের চেনা মুখ। হাজির ছিলেন তিয়াসা ও সোহেলও। নৈশপার্টিতে তাঁদের ঘনিষ্ঠতা চোখে পড়ে উপস্থিত প্রায় সকলেরই। তবে কি জাহ্নবী কাপুরের মতো তিয়াসাও ফিরলেন চেনা ঘরে? অভিনেত্রীকেই এই প্রশ্ন সরাসরি করেছিল 'দ্য ওয়াল'।
View this post on Instagram
লাজুক হাসি, গলায় চাপা উত্তেজনা, তিয়াসা বললেন, "এখনও কাউকেই বলিনি। আসলে বেশ কিছু দিন ধরেই আমরা আবার একসঙ্গেই আছি। রাগ হয়েছিল। কিন্তু এত বার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না।"
তিয়াসাই জানালেন এই মুহূর্তে সব কিছুই ঠিক আছে তাঁদের মধ্যে। অতীত আঁকড়ে থাকা নয়, বরং সব ভুলে আবারও নতুন করে শুরু করতে চাইছেন তাঁরা। এই মুহূর্তে দু'জনের হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। লীনা গঙ্গোপাধ্যায়ের হাউজে কাজ করছেন তিয়াসা। বিপরীতে শন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোহেলকে।
প্রসঙ্গত, অতীতে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন তিয়াসা। যদিও বছর দু'য়েক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিয়াসা। সোহেল আছেন পাশে-- এই ভরসা নিয়েই কেরিয়ারে ফোকাস করতে আগ্রহী তিনি।