রাস্তার কুকুরদের হকিস্টিক দিয়ে মারার মন্তব্য করে বিতর্কে টিনু আনন্দ। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার, পুলিশের কাছে অভিযোগ দায়ের।
টিনু আনন্দ
শেষ আপডেট: 15 May 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে জোর বিতর্কে জড়ালেন বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ। সেই মেসেজে তিনি রাস্তার কুকুরদের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা পশুপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। কেবল সোশ্যাল মিডিয়ায় বিদ্ধই হননি, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জমা পড়েছে।
কী ছিল সেই মেসেজে?
টিনু আনন্দের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা ছিল, ভারসোভা অঞ্চলে থাকা রাস্তাঘাটের কুকুরদের হকি স্টিক দিয়ে মারার সময় এসেছে। তিনি পশুপ্রেমীদের উদ্দেশে লেখেন, যদি এতই দয়া হয়, তবে এই কুকুরদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। নইলে পরিণতি ভাল হবে না। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। এক পশুপ্রেমী মহিলা, আঁচল চাড্ডা, ভারসোভা থানায় এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সমালোচনার তীব্রতা বাড়তেই মুখ খোলেন প্রবীণ অভিনেতা। এক সাক্ষাৎকারে টিনু আনন্দ বলেন, “আমার মেয়ের কব্জি ভেঙেছে। ওকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে। আমাদের পোষা কুকুরটিকে তিনটে রাস্তার কুকুর একযোগে আক্রমণ করেছিল। সেই সময় আমার মেয়ে তাকে বাঁচাতে গিয়ে পড়ে যায়। ইতিমধ্যেই চিকিৎসায় প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে।”
তিনি আরও জানান, “আমি কুকুরপ্রেমীদের বলছি—আপনারা যদি ওদের খাওয়ান, দেখভাল করেন, তবে ওদের নিয়ন্ত্রণে রাখেন না কেন? আমাদের পাড়ার কনভেনিয়েন্স স্টোরে ডেলিভারির ছেলেরা কুকুরের কামড় খেয়ে এখন ডেলিভারি দিতে আসতেই চায় না।”
নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা জানান, “আমার ৮০ বছর বয়স। যদি কুকুর আমার দিকে তেড়ে আসে, তাহলে নিজেকে রক্ষা করাটা কি অপরাধ? আমি কাউকে হুমকি দিইনি, শুধু আত্মরক্ষার কথা বলেছি। এটা তো আমার অধিকার।” তিনি আরও বলেন, “অনেকেই সুপ্রিম কোর্টের রায় তুলে ধরছেন। কিন্তু সুপ্রিম কোর্ট কি কোথাও বলেছে যে কুকুর যদি কাউকে আক্রমণ করে, তাহলেও আত্মরক্ষা করা যাবে না?”