Latest News

করোনা আক্রান্ত রাজ-বধূ শুভশ্রী, আপাতত বাড়িতেই রয়েছেন

দ্য ওয়াল ব্যুরো: আজ সারাদিনই সিনেমাপ্রেমী মানুষদের মনখারাপ। ‘বস’ সিনেমার জিৎ ও শুভশ্রী আজ একসঙ্গেই করোনার কবলে। সকাল বেলাতেই জিৎ সোশ্যাল মিডিয়াতে জানান যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আর বেলাতেই করোনা পজেটিভ হওয়ার খবর নিজে পোস্ট করে জানান শুভশ্রী।

তবে স্বস্তির বিষয় হল শুভশ্রী করোনা পজিটিভ হলেও অতিমারীর কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান। এই একরত্তি ও তাঁর কেয়ারকেটার করোনা নেগেটিভ জানিয়েছেন শুভশ্রী। নির্বাচনী কাজে আপতত ব্যারাকপুরেরই রয়েছেন রাজ চক্রবর্তী। করোনা রিপোর্ট পজিটিভ আসবার পর আরবানার ফ্ল্যাটেই নিভৃতবাসে রয়েছেন শুভশ্রী।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন শুভশ্রী, এবং জনগণকে সাবধান করে লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকারের জিম্মায় আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।”গত সপ্তাহে একসঙ্গে ডান্স বাংলা ডান্স সিজন ১০-এর শ্যুটিং সেরেছিলেন শুভশ্রী। ইউভানের জন্মের পর এই প্রথম শ্যুটিং সেটে কামব্যাক করেন নায়িকা। আর তার দিন কয়েকের মধ্যেই করোনা রিপোর্ট পজিটিভ এল তাঁর। রাজের হয়ে নির্বাচনী প্রচারেও গত কয়েক সপ্তাহে দু-বার অংশ নিতে দেখা গিয়েছে শুভশ্রীকে।

You might also like