শেষ আপডেট: 6th January 2025 16:31
সকাল থেকে পরিচিত-অপরিচিত, আমায় বেশ উইশ-টুইশ করছে। ভাল লাগছে। বরাবরই তা-ই লাগে। তবে এবারের শুভেচ্ছা খানিক আলাদা রকমের। পঞ্চাশ হয়ে গেল! কী জানি অনেকে ভেবেটেবে ফেলেছিল বোধহয়, সেঞ্চুরি হাঁকাতে পারব তো!
আমি বলে দিয়েছি, ভাই পঞ্চাশ টেনেটুনে মেরে দিয়েছি, এবার একশোর দিকে এগোব। কাছের লোকজনদের দেখছি, ঠুকে-ঠুকে রান নিচ্ছে, পঞ্চাশের আশপাশে রান। রান রেট খুব একটা যে ভাল, তা নয়। কিন্তু সেঞ্চুরি হাঁকাবার অভিপ্রায় আছে। আমারও আছে, তবে রান রেটটা একটু ভাল রেখেই। ওটা দরকার। ক্রিজে টিকে আছি। এটাও যা-তা ব্যাপার নয়। আবার অনেককেই তো দেখলাম, পঞ্চাশের আগেই হিট উইকেট হয়ে গেছে। আসলে পৃথিবীতে এত ভেজাল! আমরাও কমবেশি ভেজালটেজাল নিয়েই রয়েছি। (Rudranil Ghosh)
আমার দ্বিতীয়ার্ধের হার্ডল শুরু হল, আজ থেকে। আরও বড় কিছুর দিকে তাকিয়ে আছি। কঠিন সময়ে আরও জোরালোভাবে টিকে থাকতে হবে। কিছু জিনিস আগেও ছিল, আমার মধ্যে আজও যা বাঁচিয়ে রেখেছি। আগাগোড়াই, নিজের জন্য কোনওদিন বাঁচিনি। ছোটবেলা থেকে বেসিক কিছু শিক্ষা মা-বাবার থেকে পেয়েছি, এটা ওগুলোরই একটা। বহু মানুষ রয়েছে আশপাশে, আমায় তাঁদের জন্য আরেকটু বেশিদিন বাঁচতে হবে। পাশে থাকতে হবে। অভিনয় কিংবা রাজনীতির মাধ্যমে, যে ভাবে তাঁদের জীবন সহজ করতে পারব, করব।
আরেকটা বিষয়, বললাম না আমার কিছু বন্ধু আছে, বুঝলেন! তাঁরা বিয়েটিয়ে করে চাপে আছে। আর আমার বিয়ে-থা নিয়ে অতি উৎসাহী। এমনি যে কোনও কথা বলার আগেপিছুতে ‘বিয়ে কবে করবি?’ বসিয়ে দেয়। তা-ই বিয়েটা করতে হবে, আমাকে। মানে আমার ইচ্ছেতেই করব। এই বছর হাফ-সেঞ্চুরি মারলাম। তাই এই বছরটা বাদ। পরের বছর মানে ২০২৬-এই কিছু একটা... অনেকে বলছে, ছাব্বিশ নম্বরটা আমার সঙ্গে যুৎসই যায়। এবার ভাবছেন, কে পাত্রী? না না পাইনি। খোঁজ চলছে। পাত্রীর বাবা-মারা যোগাযোগ করতে পারেন! পাত্রীও পারেন, তবে একবার বাবা-মাদের থেকে অনুমতি নিয়ে নেবেন!