শেষ আপডেট: 3rd December 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির বোন আলিয়া ফকরিকে গ্রেফতার করা হয়েছে আমেরিকায়। তাঁর বিরুদ্ধে নিজের প্রেমিক এবং তাঁর বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আলিয়াকে আদালত তোলা হলে তাঁকে জেল হেফাজত দেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
পুলিশ সূত্রে খবর, নিজের প্রেমিক জেকবকে (৩৫) তাঁরই বাড়িতে পুড়িয়ে মেরেছেন আলিয়া। সঙ্গে ছিল জেকবের বান্ধবী এথিনে (৩৩)। বাড়ির গ্যারেজে আগুন লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। সেখান থেকেই গোটা বাড়িতে আগুন লেগে যায়। গত ২ নভেম্বর এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এক প্রতিবেশীর কথায়, ঘটনার দিন সকাল তিনি আলিয়া বেশ রেগেমেগে বাড়িতে ঢুকতে দেখেছিলেন। পরে চিৎকার-চেঁচামেচির আওয়াজও শুনতে পান। তবে ঘটনাটি এদিকে মোড় নেবে তা বুঝতে পারেননি। পুলিশ সূত্রে খবর, বাড়িতে আগুন লাগানোর আগে আলিয়া জেকবকে বলেছিলেন, ''তোমরা সবাই মরবে!'' এদিকে পুলিশ এও জানতে পেরেছে, এথিনে বাড়িতে ছিলেন না, তিনি সকালেই এসেছিলেন। তবে বাড়িতে আগুন লাগার আগে বেরিয়ে গেছিলেন তিনি। কিন্তু জেকবকে বাঁচাতে আবার বাড়ির ভিতর ঢোকেন। আর বেরতে পারেননি।
জেকব এবং আলিয়ার সম্পর্ক খুব একটা ভাল ছিল না বলেই পুলিশকে জানিয়েছেন ওই প্রতিবেশী। তাঁর দাবি, দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হত এবং আলিয়া এক আগে একবার জেকবের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। এদিকে আলিয়ার মা জানিয়েছেন, এক বছর আগে দুজনের সম্পর্ক ভেঙে গেছিল। কিন্তু মেয়ে এই বিষয়টি মেনে নিতে পারেনি। হয়তো মানসিক অবসাদ থেকে এই ঘটনা ঘটিয়েছে সে।
আলিয়া দিদি নার্গিস বলিউডের একজন পরিচিত অভিনেত্রী। রণবীর কাপুর অভিনীত 'রকস্টার', জন আব্রাহাম অভিনীত 'মাদ্রাস ক্যাফে'র মতো সিনেমায় তাঁকে কাজ করতে গেছে। যদিও এই ঘটনায় এখনও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।