শেষ আপডেট: 12th November 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৫। মঙ্গলবার অর্থাৎ আজ সকাল ৮.৫০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি ছিলেন কিছুদিন ধরে, অবস্থা সঙ্কটজনক ছিল।
সেপ্টেম্বরেই গুরুতর অসুস্থ হয়েছিলেন সকলের প্রিয় বাঞ্ছারাম। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সেসময়। জমে-মানুষে টানাটানির পর ফিরে আসেন খানিকটা সুস্থ হয়ে। তবে, বাড়িতে চিকিৎসা চলছিল। বিভিন্ন যন্ত্রের সাপোর্টও রাখা হয়েছিল।
তারপর ফের অসুস্থ হন কিছুদিন আগে। ভর্তি ছিলেন ক্যালকাটা হার্ট ক্লিনিকে। তাঁর ভাই অমর মিত্র জানান, অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল গতরাতে। আজ ৮.৫০-এ না ফেরার দেশে চলে গেছেন তিনি। 'শ্রীচরণেষু' লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সাহিত্যিক অমর মিত্র।
বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি এই শিল্পীর হৃদযন্ত্রের সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এছাড়াও অনিয়ন্ত্রিত রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং সোডিয়াম-পটাশিয়ামের সমস্যাও ছিল তাঁর।
শুধু সিনেমা জগতে তাঁর খ্যাতি ছিল এমন নয়। মনোজ মিত্র দাপটের সঙ্গে কাজ করেছেন নাট্যমঞ্চে। তাঁর অভিনয় দেখার জন্য একসময় মুখিয়ে থাকত নাট্যপ্রেমীরা। যদিও বিগত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে বিনোদন জগত থেকে খানিকটা দূরেই ছিলেন।
অভিনয় জীবনে তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন অগুনতি পুরস্কার। তাঁর অভিনীত 'বাঞ্ছারামের বাগান','আদর্শ হিন্দু হোটেল' আজও মুগ্ধ করে সিনেপ্রেমীদের।
মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'অভিনেতা পরিচালক ও নাট্যকার বঙ্গবিভূষণ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তার অবদান অসামান্য। তার পরিবার বন্ধু বান্ধব অনুরাগীদের সমবেদনা জানাই।'