শেষ আপডেট: 17th October 2024 23:47
দ্য ওয়াল ব্যুরো: হাঁটুর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। সেখানেই তাঁর সংক্রমণ ধরা পড়ে। তাই ৬ অক্টোবর থেকে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। তবে সূত্রের খবর, শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
বিধাননগরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লিলি। জানা গেছে, তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। যদিও বিষয়টি গুরুতর নয়। তাই শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। যদিও বাড়ি ফিরে গেলেও দ্রুত শুটিংয়ে ফিরতে পারবেন না অভিনেত্রী। কারণ তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে বেশ কিছু দিন।
পুজোর আগেও কাজ করেছেন লিলি চক্রবর্তী। 'নিমফুলের মধু' ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। কিন্তু এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এক সংবাদমাধ্যকে অভিনেত্রী জানিয়েছেন, কাজের চাপের ফলে শরীরে প্রভাব পড়েছে। আর হাঁটুর ব্যথার কারণে হাঁটতেও কষ্ট হচ্ছিল তাঁর। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে আরও রোগ ধরা পড়ায় কিন্তু ভর্তি থাকতে হয়েছে।
শুক্রবার বাড়ি ফিরে গিয়ে বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। তারপর আবার ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে শুটিংয়ে ফেরার 'অনুমতি' নেবেন তিনি।