শেষ আপডেট: 12th November 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: আমূল গার্ল করিনা কাপুর। করিনা অভিনীত বাকিংহাম মার্ডার্স-এ অসামান্য অভিনয় দক্ষতার জন্য আমূল পোস্টারে স্থান পেলেন সইফ-ঘরণী। আর তাতে আপ্লুত করিনা কাপুর নিজেই তাঁর ইনস্টাগ্রামে সেই পোস্টার প্রকাশ করে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানালেন গুজরাতের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমবায় প্রতিষ্ঠানকে।
হংসল মেহতা পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বাকিংহাম মার্ডার্স ইতিমধ্যেই করিনা ভক্ত ও বিরোধী সমালোচকদের প্রশংসা ও বিপরীত মন্তব্যের স্রোতে ভাসছে। বর্তমানে নেটফ্লিক্সে এসে গিয়েছে সিনেমাটি। অবশেষে বিখ্যাত দুগ্ধ সমবায়ের পোস্টারেও প্রশংসনীয় ক্যাপশনে জায়গা করে নিলেন 'চামেলি'। তাতে লেখা হয়েছে, 'বেকিং উইথ মাখন।'
ছবিতে জশমিত ভামরা নামে চরিত্রাভিনেত্রী করিনা আমূলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, খুবই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। আমাদের ছবি যে এত ভালোবাসা কুড়োচ্ছে তাতে গর্বিত। এটাই আমার প্রযোজিত প্রথম ছবি। এই ছবিতে অভিনয় করতে পেরে আমি ভীষণ ভীষণ গৌরবান্বিত বোধ করছি। থ্যাঙ্ক ইউ অ্যাট দ্য রেট আমূল ইন্ডিয়া। আপনারা আমার আগামী বছরকে তৈরি করে দিলেন।
বাকিংহাম মার্ডার্স আন্তর্জাতিক জগতে মুক্তি পেয়েছে ২০২৩ সালের ১৪ অক্টোবর ৬৭-তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। ভারতের হলগুলিতে দেখা গিয়েছে গত ১৩ সেপ্টেম্বর থেকে। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এই ছবিতে করিনার সঙ্গে কাজ করেছেন রণবীর ব্রার, রুক্কু নাহার এবং অ্যাশ ট্যান্ডন। হংসল মেহতার পরিচালনায় এই ছবির সহ নির্মাতা হল একতা কাপুরের বালাজি টেলিফিল্মস।
করিনার পোস্ট দেখে পেশায় শেফ ও সহ অভিনেতা রণবীর ব্রার মন্তব্য করেছেন, অভিভূত!!! নেটফ্লিক্সের অফিসিয়াল পেজে শেয়ার করে লেখা হয়েছে, 'ইটস আটার্লি বাটারলি মিস্টেরিয়াস'।