শেষ আপডেট: 9th November 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের দিদিমা প্রয়াত। বয়স হয়েছিল শতবর্ষের বেশি। শনিবার ইনস্টাগ্রামে দিদিমার সঙ্গে অসংখ্য ছবি পোস্ট করে কঙ্গনা দিদিমার মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তাঁর মায়ের মা ইন্দ্রানী ঠাকুর শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান বলে সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন কঙ্গনা।
প্রথম ছবিতে দেখা গিয়েছে, কঙ্গনা তাঁর দিদার সঙ্গে বসে আছেন। দুজনেই খুব হাসছেন। হিন্দিতে অভিনেত্রী লিখেছেন, কাল রাত মেরি নানিজি ইন্দ্রানী ঠাকুরজি কা দেহান্ত হুয়া। সারা পরিবার শোক মে হ্যায়। কৃপয়া উনকে লিয়ে প্রার্থনা করে।
আরেকটি ছবিতে ইংরেজিতে লিখেছেন, আমার নানি ছিলেন দারুণ মহিলা। পাঁচ বাচ্চার জননী। সামান্য আয়ে তিনি তাঁর ছেলেমেয়েদের উচ্চশিক্ষা দিয়েছেন। বিয়ের পরেও মেয়েদের সবসময় বলতেন কাজ করো, নিজের ক্যারিয়ার নিজে গড়ো। তাঁর মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন, যা সেই সময়ে খুবই ব্যতিক্রমী বলা যায়। তাঁর পাঁচ সন্তানই নিজের নিজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন যা নিয়ে তিনি খুবই গর্বিত ছিলেন।