শেষ আপডেট: 3rd January 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনার যে মামলা চলছে তাতে বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা আল্লু অর্জুন। শুক্রবার স্থায়ী জামিন পেয়েছেন তিনি। এর আগে এই মামলায় গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তী জামিনে বেরিয়ে এসেছিলেন অভিনেতা। এবার স্থায়ী জামিনই পেলেন আল্লু।
হায়দরাবাদের একটি থিয়েটারে পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় জনরোষের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। এই ঘটনার প্রতিবাদে তাঁর বাড়িতেও হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। মোটা টাকা ক্ষতিপূরণের দাবি করার পাশাপাশি আল্লুর কড়া শাস্তিও চেয়েছিল তাঁরা। তবে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষ বড় স্বস্তি পেলেন 'পুষ্পা'।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে আল্লু অর্জুন পৌঁছানোর পরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। বর্তমানে ওই নাবালক হাসপাতালেই ভর্তি। তবে এই অবস্থাতেও অভিনেতার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন মৃতার স্বামী।
তাঁর বক্তব্য ছিল, ঘটনার জন্য কেউ দোষী নয়। তাঁদের ভাগ্যের দোষ। এই ঘটনায় আল্লুর তো কোনও দোষী নেই। এমনিতেই তাঁর গ্রেফতারি নিয়ে নাকি তাঁদের অনেকে দোষ দিচ্ছেন। তাই আর লড়াই করার শক্তি তাঁদের মধ্যে।
সম্প্রতি তেলুগু সিনেমার দিকপাল ব্যক্তিত্ব ও রাজ্য ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পদাধিকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী তেলুগু অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। মনে করা হয়েছিল তাতে আল্লুর বিপদ বাড়তে পারে। তবে আপাতত স্বস্তিতেই থাকতে চলেছেন তিনি।