শেষ আপডেট: 12th July 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: বলি অভিনেতা অক্ষয় কুমারের কোভিড পজিটিভ ধরা পড়ল। সে কারণে নিজেকে গুটিয়ে নেওয়ায় মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়েতে যেতে পারবেন না তিনি। আজ, শুক্রবারই মুম্বইয়ে রাজসমারোহে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আম্বানি পরিবারের আদরের ছোট ছেলে অনন্ত ও তাঁর বাল্যবান্ধবী রাধিকা মার্চেন্ট।
সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে তাঁর সাম্প্রতিক ছবি 'সরফিরা'র প্রচারের জন্য ঘুরে বেড়ানোর সময় অসুস্থ বোধ করতে থাকেন অক্ষয় কুমার। তিনি কোভিড পরীক্ষা করালে পজিটিভ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে নিজেকে নিভৃতবাসে নিয়ে গিয়েছেন অভিনেতা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনধারা নিয়ন্ত্রণ করছেন। জানা গিয়েছে, ১২ জুলাই, শুক্রবার তাঁর পজিটিভ রিপোর্ট আসে।
ইতিমধ্যেই এই বিয়ের আসরে যোগ দিতে এসে পড়েছেন দেশী-বিদেশি তারকা, রাজনীতিক ও ধনিকশ্রেষ্ঠীরা। দক্ষিণী তারকা যশ, মহেশ বাবু, রামচরণ তাঁর স্ত্রী উপাসনা ও কন্যা ক্লিন কারা মুম্বই বিমানবন্দরে পৌঁছেছেন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন ছাড়াও সিস্টার্স খোলে এবং কিম কারদাসিয়ান, ব়্যাপার রেমা এবং অভিনেতা জন সেনা পৌঁছে গিয়েছেন বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে।
এছাড়াও ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান-প্রতিষ্ঠাতা কোটি কোটিপতি সুনীল ভারতী মিত্তল, অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব শহরে চলে এসেছেন। অতিথিদের তালিকায় রয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের বর্ষীয়ান নেতানেত্রী।