শেষ আপডেট: 8th October 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে যাত্রা শুরু হল অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দেখা যাবে নবম শ্রেণির সাইনাকে। ক্যামেরার সামনে কাজ ও বাবার পেশাকেই আপন করে নেওয়া নিয়ে কথা বললেন অভিষেকের স্ত্রী সংযুক্তা।
সাইনা, আদরের নাম 'ডল।' অভিনয় জগতে পা রাখতে চলেছেন, এমন জানা ছিল না কারও। জানতেন না সংযুক্তাও। প্রযোজক সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের তরফে হঠাৎই ডাক আসে। লুক টেস্টে প্রথমেই সফল। ব্যাস jআর কে আটকায়। স্কুলের দিদিমণিদের সঙ্গে পরামর্শ করে সাইনার যাত্রা শুরু টলিউডে।
ডল কি প্রথম থেকেই অভিনয় জগতে আসতে চাইতেন? উত্তরে সংযুক্তা জানান, এমন কোনও কিছু ভাবা হয়নি আগে। তাঁদেরও মেয়েকে নিয়ে তেমন কিছু ভাবা ছিল না। যা করতে ভাল লাগবে তাই করুক, এমনই চাইতেন অভিষেকও। ডল নিজেই চেয়েছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কাজ করতে। তাই এনিয়ে আর কোনও কথাই বলেননি সংযুক্তা।
প্রথমবার অভিনয় করে ডলেরও ভীষণ ভাল লেগেছে বলে জানান তিনি। বলেন, 'দেখে মনেই হচ্ছিল না ও প্রথমবার কাজ করছে। খুব সাবলীল ভাবে কাজ করেছে। খুবই কমফর্টেবল ছিল।'
সংযুক্তার কথায়, মেয়ের অভিনয় দেখে মনে হচ্ছিল, অভিষেকই দূর থেকে সবটা করে দিচ্ছে।