তাঁর নামের সঙ্গে একাধিকবার জড়িয়ে গিয়েছে এক বিরাট নেতার নাম। কারণ দু’জনের নামই অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার বিভিন্ন রাজনৈতিক পোস্টে অভিনেতাকে ট্যাগ করে দেওয়া হয়েছে।
অভিষেক-দেবালয়
শেষ আপডেট: 12 June 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: তাঁর নামের সঙ্গে একাধিকবার জড়িয়ে গিয়েছে এক বিরাট নেতার নাম। কারণ দু’জনের নামই অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার বিভিন্ন রাজনৈতিক পোস্টে অভিনেতাকে ট্যাগ করে দেওয়া হয়েছে। বলিউডে একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলেও, আজ অভিষেক অভিনেতাদের দলে নিজের নাম পাকাপাকি করে ফেলেছেন।
সম্প্রতি যে ছবি নিয়ে তাঁর নাম আবার শিরোনামে উঠে এল, তা ‘স্টোলেন’। ‘স্টোলেন’ শুধু একটি থ্রিলার নয়, সামাজিক বৈষম্য, শ্রেণিবৈষম্য এবং ভুয়ো খবরের প্রভাব নিয়ে এক আলোচনার অধ্যায়। দর্শকদের চিন্তাভাবনার জন্য উদ্বুদ্ধ করে এবং প্রমাণ করে যে ছোট বাজেটের চলচ্চিত্রও বড় প্রভাব ফেলতে পারে। এর ৯০ মিনিটের রানটাইম দর্শকদের একটি তীব্র এবং আবেগপ্রবণ অভিজ্ঞতা দেয়, যা শেষ হওয়ার পরেও মনে থেকে যায়। এবং সেই ছবিতে অভিষেকের দুর্ধর্ষ অভিনয় দেখার মতো।
‘স্টোলেন’-এর রেশ কাটতে না কাটতেই, আরেক খবর হঠাৎ করেই প্রকাশ্যে আসে। টলিউডে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যা যা খবর, তা হল দেবালয় ভট্টাচার্য ছবিটি তৈরি করতে চলেছেন। ছবির জঁর হরর স্ল্যাশার। এই জঁরের ছবি বাংলাতে না হলেও, হিন্দিতে হয়েছে, সাম্প্রতিকতম উদাহরণ ‘ছোড়ি ২’। এমন গল্প যেখানে একের পর এক ছবির চরিত্র খুন হতে থাকে। প্রধান মুখ্য চরিত্রে থাকছেন অভিষেক।
বাংলা ‘হরর স্ল্যাশার’ ছবি নিয়ে আর যা খবর, তা হল, শোনা গিয়েছিল এসভিএফ এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে। তা নয়, মুম্বইয়ের এক নামকরা প্রযোজক, মধু মান্টেনা এই ছবির সঙ্গে জুড়ে রয়েছেন। যিনি এর আগে একাধিক সুপারহিট হিন্দি ছবি, যেমন ‘গজনি’, ‘লুটেরা’, ‘মাসান’, ‘উড়তা পঞ্জাব’, ‘বম্বে ভেলভেট’, ‘লাভিয়াপা’ ছবির প্রযোজনা করেছেন। ছবির গল্প ভাবনা এবং চিত্রনাট্য লিখেছেন দেবালয় ভট্টাচার্য। এবং শেষমেশ, ‘হরর স্ল্যাশার’ ছবিটির নাম, ‘ভুগুন’। জুলাই মাসের শুরুর অথবা একেবারে শেষের দিকে শুরু হতে পারে ছবির শুটিং। কলকাতা ছাড়াও, বেশ কয়েকটি জায়গায় শুটিং হবে। শুধু তাই নয় বাংলা ছবিটি ভিন্ন ভাষাতে ডাবও করা হবে।
সূত্রের খবর, চলতি মাসে কলকাতায় আসবেন ‘হথোড়া ত্যাগী’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনেতাকে প্রস্থেটিক মেকআপে সাজাতে চলেছেন শিল্পী সোমনাথ কুন্ডু। শুটিং শুরুর আগে লুক সেটের জন্যই অভিষেকে আসছেন শহরে।