শেষ আপডেট: 29th January 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: মিষ্টভাষী। স্মিত হাসি। খানিক অন্তর্মুখীও বটে। অভিনয়জীবন ছাড়াও আবিরের ব্যক্তিজীবনেও বেশ ‘রঙিন’ আবির (Abir Chatterjee)। আবার এসব কারণেই বিপুল মহিলা ফ্যানবেস! শুধু কি তা-ই প্রযোজকদের রয়েছে আবির (Abir Chatterjee)প্রীতি! হবে না-ই বা কেন গত তিন বছরে পুজোর সময় তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিও তো সুপারডুপারহিট! ২০২৫-এ চার-চারটি ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। এক ঝলকে দেখে নিন আবির (Abir Chatterjee) অভিনীত কোন চারটি ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলা ছবি। পরিচালনায় সুমন মুখোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় আবিরের (শশী)। বাকিরা, জয়া আহসান (কুসুম), পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। 'পুতুল নাচের ইতিকথা' আগামী ১৬ মে, ২০২৫, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে।
পরিচালনায় অর্জুন দত্ত। আবির (Abir Chatterjee) (স্বর্ণাভ) ছাড়াও রয়েছেন তনুশ্রী চক্রবর্তী (মিলি)। গল্পে স্বর্ণাভ-মিলির বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ের অভিজ্ঞতা এবং সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবীর, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।