শেষ আপডেট: 26th February 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: অনুরাগ বাসুর ‘লুডো’ ছবিতে অভিষেক বচ্চনের পারফর্ম্যান্স ছিল মনে রাখার মতো। বাইরেটা একেবারে শক্ত কিন্তু মনে ততোটাই নরম ছিলেন বিট্টু তিওয়ারি। আর সেই মিনু অর্থাৎ ছোট্ট ইনায়াত, যার সঙ্গে ‘জবরদোস্তি’ হয়ে গিয়েছিল বিট্টুর, তার অভিনয়েও ছিল অসামান্য। ‘লুডো’তে অভিষেক-ইনায়াতের কম্বোয় মন মেতেছিল দর্শকের।
আরও একবার বিট্টু-মিনি ফিরতে চলেছেন পর্দায়। তবে বড় নয়, ওটিটি পর্দাতেই ফিরছেন তাঁরা। অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্ল্যাটফর্মে ‘বি হ্যাপি’-তে বাবা-মেয়ে হচ্ছেন অভিষেক-ইনায়াত। রেমো ডি'সুজা পরিচালিত এবং লিজেল রেমো ডি'সুজা প্রযোজিত, এই ছবিতে, সিঙ্গল ফাদার হিসেবে থাকছেন শিব (অভিষেক) এবং মেয়ে ধারার (ইনায়েত ভার্মা) সম্পর্ক ফুটে উঠবে। ধারা দেশের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে অংশ নিতে চায়। কিন্তু তা করতে গিয়ে অপ্রত্যাশিত সমস্যায় পড়তে হয় ছোট্ট ধারাকে। আর সে সময়েই শিব, মেয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য তাঁর শেষটুকু দেওয়ার চেষ্টা করতে থাকেন। ছবিতে অভিষেক ছাড়াও রয়েছেন নোরা ফাতেহি, নাসার, জনি লিভার এবং হারলিন শেঠিরা।
পরিচালক রেমো ডি'সুজার কথায় ‘‘লিজেল এবং আমার কাছে, ‘বি হ্যাপি’ একটি সত্যিকারের আবেগের প্রোজেক্ট – গভীর, মর্মস্পর্শী গল্প, যাতে রয়েছে গান এবং নাচের ম্যাজিক। বাবা-মেয়ের সম্পর্কের উদযাপন করে এই ছবি। এটি এমন একটি সম্পর্ক যা সবকিছুর ঊর্ধ্বে, এবং আমরা সেই আবেগকে এমনভাবে জীবন্ত করে তুলতে চেয়েছিলাম যার মধ্যে কোথাও কোনও ফাঁক নেই, সম্পূর্ণ খাঁটি’’
প্রাইম ভিডিও ইন্ডিয়ার অরিজিনালস-এর প্রধান নিখিল মাধোক বলেন, “অভিষেক বচ্চন এই ছবিটির কান্ডারি। একজন বাবা, তাঁর মেয়ের সমস্ত স্বপ্ন সত্যি করতে যা যা করেন, তা সত্যিই অসামান্য। রেমো ডি’সুজার গল্প বলায় এক নতুন দৃষ্টিভঙ্গি রয়েছে, যা সত্যিই, অবিস্মরণীয়।”
আগামী ১৪ মার্চ ভারত এবং বিশ্বের ২৪০টিরও বেশি দেশে প্রিমিয়ার হতে চলেছে ‘বি হ্যাপি’। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায়, মুক্তি পাবে ছবি।