শেষ আপডেট: 5th February 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। আজ তাঁর জন্মদিন। অভিনয়ে নিজের প্রতিভার পরিচয় বহুবার দিয়েছেন তিনি। তবে পর্দায় স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর জুটি বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ। একসঙ্গে কাজ করে তাঁরা উপহার দিয়েছেন বেশ কয়েকটি দুর্দান্ত সিনেমা। জন্মদিনের বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁদের সেরা পাঁচটি ছবি—
গুরু (২০০৭)
মণি রত্নম পরিচালিত এই ছবি অভিষেক বচ্চনের কেরিয়ারের অন্যতম সেরা কাজ। একজন স্বপ্নবাজ ব্যবসায়ীর উত্থানের গল্প এই ছবিতে ফুটিয়ে তুলেছেন তিনি। ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে ছিলেন ঐশ্বর্যা, যিনি নিজের উপস্থিতি দিয়ে কাহিনিকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল।
ধুম ২ (২০০৬)
এই ছবিতে অভিষেক ও ঐশ্বর্যা একসঙ্গে থাকলেও একে অপরের বিপরীতে ছিলেন না। অভিষেক এখানে পুলিশের ভূমিকায়, আর ঐশ্বর্যা ছিলেন এক স্মার্ট চোর। স্টাইল ও অ্যাকশনে ভরপুর এই ছবি তাঁদের প্রথমদিকের একসঙ্গে কাজ করা সিনেমাগুলোর মধ্যে অন্যতম।
রাবণ (২০১০)
আবারও মণি রত্নমের পরিচালনায় এক ভিন্ন স্বাদের গল্প। এই ছবিতে অভিষেক ছিলেন এক ডাকাত দলের নেতা, আর ঐশ্বর্যা তাঁর বন্দি। কাহিনির মধ্যে ছিল টানটান উত্তেজনা, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, আর আবেগঘন মুহূর্ত। এই সিনেমায় তাঁদের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।
কুছ না কহো (২০০৩)
অভিষেক ও ঐশ্বর্যার বিবাহের আগের সময়কার অন্যতম জনপ্রিয় রোমান্টিক ছবি এটি। প্রেম, ভাগ্য ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গড়ে ওঠা এই ছবি দর্শকদের মন জয় করেছিল।
সরকার রাজ (২০০৮)
রাজনীতি ও অপরাধমূলক কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে অভিষেক-ঐশ্বর্যার পাশাপাশি ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শক্তিশালী গল্প ও অনবদ্য অভিনয়ের জন্য ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।