শেষ আপডেট: 29th January 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অভিষেক বচ্চনের হাতে দেখা গিয়েছে একটি বিশেষ ঘড়ি, যার গেরুয়া রঙ নজর কেড়েছে সকলের। তবে এটি শুধুই স্টাইল স্টেটমেন্ট নয় বরং একটি ব্যতিক্রমী ঘড়ি—‘এপিক এক্স রাম জন্মভূমি টাইটেনিয়াম এডিশন ২’। যেহেতু এটি লিমিটেড এডিশন, স্বাভাবিকভাবেই এতে রয়েছে একাধিক বিশেষত্ব। কী সেই বৈশিষ্ট্য? আর কতই বা এর দাম?
সম্প্রতি 'ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে' এই ঘড়িটি পরে আসেন অভিষেক বচ্চন। বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড 'জেকব অ্যান্ড কোম্পানি' এটি তৈরি করেছে, যা ভারতীয় ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে 'অযোধ্যার রাম মন্দিরকে উৎসর্গ' করা হয়েছে। ঘড়িটির ডায়ালে রয়েছে 'রাম মন্দিরের খোদাই করা ছবি', সঙ্গে হিন্দু দেবদেবীর ছবিও। এটি শুধুমাত্র একটি ঘড়ি নয় বরং রাম জন্মভূমির ঐতিহাসিক মাহাত্ম্য বহন করছে। নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের।
বিশ্বে এই ঘড়ির মাত্র '৪৯টি ইউনিট' রয়েছে। এর প্রতিটি অংশে রয়েছে বিশেষ কারুকাজ—
'৯টার কাঁটায়' খোদিত রয়েছে মন্দিরের মোটিফ।
'৩টার কাঁটায়' রয়েছে ভগবান রাম ও হনুমানের ছবি।
'৬টার কাঁটায়' ফুটিয়ে তোলা হয়েছে ‘'জয় শ্রী রাম'’ লেখা।
View this post on Instagram
ঘড়ির দাম কত?
আপনিও কি অভিষেক বচ্চনের মতো নিজের জন্য এই ঘড়ি কিনতে চান? তাহলে প্রস্তুত থাকুন, কারণ এর দাম শুনলে চোখ কপালে উঠতে পারে! '৩৪ লাখ টাকা' মূল্যের এই বিলাসবহুল ঘড়িটি পাওয়া যাচ্ছে 'ইথোস' ওয়েবসাইটে।
অভিষেককে শেষবার দেখা গিয়েছে সুজিত সরকারের ছবি '‘আই ওয়ান্ট টু টক’-এ'। সামনে তাঁকে দেখা যাবে ‘হিসাব’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন 'শেফালি শাহ ও জয়দীপ আহলাওয়াত'। পাশাপাশি, তিনি ফিরছেন 'রানা নাইডু’ সিজন ২-তেও'।