শেষ আপডেট: 14th November 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই গুঞ্জন। ইতিমধ্যেই নাকি ডিভোর্সের পথে হাঁটতে চাইছেন তাঁরা। অনেক দিন হল শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বর্যা।
বলিউড সূত্রে খবর, মেয়ে শ্বেতা বচ্চনের নামে নিজের বাংলো লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। তার পর থেকেই নাকি অশান্তি তুঙ্গে বচ্চন পরিবারে। তারপর থেকেই মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। মেয়েকে নিয়ে প্রায়ই পাপারাৎজিদের সামনে আসেন রাই সুন্দরী। কিন্তু, মা-মেয়ের সঙ্গে দেখা যায় না অভিষেককে।
এখনও পর্যন্ত বিচ্ছেদের জল্পনা, সাংসারিক অশান্তি সম্পর্কে কোনও মন্তব্য করেননি অভিষেক বচ্চন বা ঐশ্বর্যা। এত আলোচনার মাঝে সুখবর শোনালেন জুনিয়র বচ্চন। একটা নয় একসঙ্গে ১০টা ফ্ল্যাট কিনলেন অভিনেতা। না তিনি একা নন। বাবা অমিতাভের সঙ্গে মিলে যৌথভাবে ফ্ল্যাট কিনেছেন তিনি। তারপরেই নেটিজেনদের একটাই প্রশ্ন তবে কি রাই সুন্দরীকে নিয়ে আলাদা থাকতে চাইছেন অভিষেক?
বলিউড সূত্রে খবর, মুম্বইয়ের মালাড় অঞ্চলে ১০টি নতুন ফ্ল্যাট কিনেছেন অভিষেক। ঘনিষ্ঠ সূত্র বলছে তাঁদের রিয়েল এস্টেটের ব্যবসা প্রায় ১০০ কোটি ছুঁই ছুঁই। নেটিজেনের একাংশের মতে, একসঙ্গে ১০টি ফ্ল্যাট কিনে স্ত্রীকে খুশি করতে চেয়েছেন অভিনেতা। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি দু'জনের কেউই।
রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, ওবেরয় রিয়ালটি প্রিমিয়াম রেসিডেনশিয়াল প্রজেক্ট, এটারনিয়াতে ওই দশটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অমিতাভ-অভিষেক। এগুলোর মধ্যে আটটি ফ্ল্যাট ১০৪৯ বর্গফুটের। আর বাকি দু'টি তুলনামূলক ছোট। সেগুলো ৯১২ স্কোয়ার ফুটের।
সূত্রের খবর, সেই ১০টির মধ্যে ৬ টি ফ্ল্যাট অভিষেক কিনেছেন নিজের টাকায়। যার জন্য অভিনেতা নিজের পকেট থেকে প্রায় ১৪. ৭৭ কোটি টাকা খরচ করেছেন। অনেকেরই ধারণা রাই সুন্দরীর মান ভাঙাতে এই পদক্ষেপ নিয়েছেন অভিষেক।