শেষ আপডেট: 23rd October 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: বচ্চন পরিবারকে নিয়ে আজকাল আলোচনার কোনও কমতি নেই। ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া হচ্ছে। তাঁদের সংসার নাকি ভাঙার পথে। এরই মধ্যে ভাইরাল তারকা দম্পতির আরও এক খবর। ইতিমধ্য়েই শোনা গিয়েছে, ঐশ্বর্যার বাড়ির পার্টিতে সামিল হননি তাঁর স্বামী। তার একাধিক ছবিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এরই মাঝে আবার বলিউডে রটেছে অন্য একটি খবর, অভিষেক নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তার জেরেই শুরু যত অশান্তির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রীকে তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন এবং তার মা বৃন্দা রাইয়ের সঙ্গে একটি জন্মদিনের পার্টিতে রয়েছে। এ ছাড়া তাঁর সঙ্গে আরও কয়েকজন আত্মীয়কে ছবিতে দেখা যাচ্ছে। কিন্তু সেখানে এক ঝলকও দেখতে পাওয়া যায়নি অভিষেককে।
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐশ্বর্যার এক আত্মীয়। তারপর থেকেই শুরু হয়েছে একাধিক জল্পনা। পার্টিতে অভিষেকের না থাকা নিয়ে নেটিজেনদের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাহলে কি বিচ্ছেদের খবর সত্যি? উঠছে একের পর এক প্রশ্ন।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বিয়ের বয়স হয়েছে ১৭ বছর। ২০০৭ সালের এপ্রিল মাসে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তারপর ২০১১ সালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ঐশ্বর্যা। এবার এই ১৭ বছর পরে বিগত কয়েক মাস ধরেই তাঁদের বিচ্ছেদ নিয়ে অনেক গুঞ্জনই শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি।