শেষ আপডেট: 21st March 2025 21:03
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। তবে এখন সবকিছুই অতীত। স্ত্রী ও কন্যাকে নিয়ে এখন বেশ স্বস্তিতে রয়েছেন অভিষেক। সম্প্রতি ‘হোলি কা দহন’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে।
বিশ্বসুন্দরীর স্বামী হওয়া কেমন অভিজ্ঞতা?
১৮ বছর ধরে ঐশ্বর্যার সঙ্গে দাম্পত্য কাটানোর অভিজ্ঞতা কেমন? বিয়ের পর কোনও বিশেষ সুবিধা পান তিনি, নাকি আর পাঁচজন স্বামীর মতোই সাধারণ সংসার জীবনে অভ্যস্ত? সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিঙ্গল অভিনেতা অর্জুন কাপুরকে বিয়ে সম্পর্কে টিপস দিতে দেখা গেল অভিষেককে।
অনুষ্ঠানে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন অভিষেক। দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার সম্মান পাওয়ায় এটি ছিল তাঁর কাছে অত্যন্ত বিশেষ মুহূর্ত। স্টেজে ওঠার পর মজার ছলে অর্জুন তাঁকে প্রশ্ন করেন, “আপনার জীবনে কি এমন কেউ আছেন, যিনি ‘আই ওয়ান্ট টু টক’ বললেই আপনার টেনশন বেড়ে যায়?”
অভিষেক প্রথমে কিছুক্ষণ চুপ থেকে হাসি মুখে বলেন, “তোমার তো এখনও বিয়ে হয়নি, সময় এলেই উত্তর পেয়ে যাবে!” এরপর অভিষেক আরও যোগ করেন, “বিয়ের পর যখনই তোমার স্ত্রী বলবে, ‘আমার কিছু বলার আছে’ বা ‘আই ওয়ান্ট টু টক’, তখনই বুঝবে, তুমি বড় সমস্যার মুখে পড়েছো!” অভিষেকের এই কথায় দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।
View this post on Instagram
প্রসঙ্গত, মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সম্প্রতি বিচ্ছেদ হয়েছে অর্জুনের। বর্তমানে তিনি পুরোপুরি সিঙ্গল এবং নিজের কেরিয়ারের ওপর ফোকাস করছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’, যদিও বক্স অফিসে সিনেমাটি খুব একটা সাফল্য পায়নি।