যদিও অভিষেক নিজে সে জল্পনায় জল ঢেলেছিলেন। জানিয়েছিলেন, স্ত্রী ঐশ্বর্যার পরামর্শেই তিনি এই ধরনের গসিপকে পাত্তা দেন না।
বিচ্ছেদের গুঞ্জনে তিনিই ছিলেন 'তৃতীয় ব্যক্তি'!
শেষ আপডেট: 2 July 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: 'দসভি' ছবিতে প্রথম বার জুটি বেঁধেছিলেন অভিষেক বচ্চন এবং নিমরত কউর। তখনই শুরু হয়েছিল গুঞ্জন। ১৫ বছরের দাম্পত্যে অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কে চিড় ধরেছে কি না, তা নিয়ে সরগরম ছিল বলিপাড়া। এমনকি শোনা গিয়েছিল, ২০২৩ সালে নাকি বাড়ি ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন ঐশ্বর্যা।
যদিও অভিষেক নিজে সে জল্পনায় জল ঢেলেছিলেন। জানিয়েছিলেন, স্ত্রী ঐশ্বর্যার পরামর্শেই তিনি এই ধরনের গসিপকে পাত্তা দেন না।
ফের একসঙ্গে অভিষেক-নিমরত! আসন্ন ছবি ‘কালীধর লাপতা’-য় দেখা যাবে এই জুটিকে। তবে এই ছবিতে নিমরত থাকছেন ক্যামিও চরিত্রে। অভিষেক জানালেন, নিমরতের সঙ্গে আবার কাজ করা দারুণ অভিজ্ঞতা। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই, জ়ি-ফাইভ-এ।
তবে পর্দায় তাঁদের রসায়ন নতুন করে কি পুরনো জল্পনাকে উসকে দেবে? নাকি এবারও অভিনেতা-অভিনেত্রী বুঝিয়ে দেবেন, ব্যক্তিগত আর পেশাদার জীবন এক নয়? আপাতত উত্তরের অপেক্ষায় বলিপাড়া।