শেষ আপডেট: 13th March 2025 19:40
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক তেমনই বাবা হিসেবে নিজের দায়িত্বটাও সমান গুরুত্ব দিয়ে পালন করেন বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন। আর তাই অভিভাবকত্ব নিয়ে সম্প্রতি নিজের মনের কথা প্রকাশ করলেন তিনি। তাঁর মতে, বাবা-মা হওয়া কোনও সহজ বিষয় নয় — এটা একটা জার্নি, যা শেখায় ভালবাসা, ত্যাগ আর দায়িত্ববোধের আসল অর্থ।
আসন্ন সিনেমা ‘বি হ্যাপি’র প্রচারে অভিষেক জানালেন, সন্তানদের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া ভাল, তবে সেই বন্ধুত্বের একটা সীমা থাকা উচিত। তাঁর স্পষ্ট কথা, "আপনারা অভিভাবক, বন্ধুর ভূমিকা নিতে গিয়ে এই পরিচয়টা হারিয়ে ফেলবেন না। সন্তানের সুরক্ষা আর সঠিক দিশা দেখানোই বাবা-মায়ের প্রধান দায়িত্ব।"
‘বি হ্যাপি’ ছবিতে এক কন্যার বাবার চরিত্রে দেখা যাবে অভিষেককে। ছবির চরিত্রের মতোই বাস্তব জীবনেও তিনি মনে করেন, বাবারাও নানা মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যান, যা বাইরে থেকে অনেকসময় বোঝা যায় না। পুরুষরা সহজে আবেগ প্রকাশ করতে পারেন না ঠিকই, তবে তাঁদের অনুভূতিও খুব গভীর।
সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেছেন অভিষেক। তাঁর মতে, এমন একটা সম্পর্ক তৈরি করা প্রয়োজন, যেখানে সন্তানরা নিজেদের মনের কথা নির্ভয়ে বলতে পারে। অভিভাবক হিসেবে শুধু শাসন নয়, সন্তানের পাশে দাঁড়ানো, তাদের সমর্থন আর ভালবাসা দেওয়াটাও জরুরি।
অভিষেক জানালেন, বাবা হওয়ার পর তাঁর জীবন এক নতুন দিশা পেয়েছে। অভিভাবকত্ব যে শুধুই দায়িত্ব নয়, এটা একটা শেখার যাত্রা — যেখানে প্রতিটা ভুল থেকে পাওয়া শিক্ষা একজন মানুষকে আরও পরিণত করে তোলে।